Kunal Gupta Interpol: কুণাল-মামলায় ইন্টারপোলের দ্বারস্থ CID, চিঠি গেল ব্রিটেন-আমেরিকায়

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 28, 2023 | 12:51 PM

Kunal Gupta Interpol: সূত্রের খব, শুধুমাত্র ব্রিটেনেই ১৩০০০ মানুষ কুণালের প্রতারণার শিকার হয়েছেন। তার মধ্যে ৩০০ জন অভিযোগও দায়ের করেছেন কুণালের বিরুদ্ধে। গোয়েন্দারা চাইছেন সেই সব প্রতারিতদের সঙ্গে যোগাযোগ করতে।

Kunal Gupta Interpol: কুণাল-মামলায় ইন্টারপোলের দ্বারস্থ CID, চিঠি গেল ব্রিটেন-আমেরিকায়
কুণাল গুপ্তা
Image Credit source: Pixabay

Follow Us

কলকাতা: কল সেন্টার চালিয়েই কোটি কোটি টাকা লুঠ! গাড়ি-বাড়ি থেকে বিদেশি সম্পত্তি কী নেই? একের পর এক রেসের ঘোড়াও কিনে ফেলেছিলেন কলসেন্টার কিংপিন কুণাল গুপ্তা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করার পর সামনে এসেছে একের পর এক তথ্য। এবার সেই ব্যক্তির সম্পর্কে আরও তথ্য জানতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিআইডি। অভিযোগ, ওই ব্যক্তি হাজার হাজার বিদেশি নাগরিকের সঙ্গে প্রতারণা করেছেন। টেক সাপোর্ট দেওয়ার নামে তাঁদের কাছ থেকে টাকা তুলতেন বলে অভিযোগ কুণালের বিরুদ্ধে। সে কারণেই ইন্টারপোলের দ্বারস্থ হয়েছেন গোয়েন্দারা।

সল্টলেকে ভুয়ো কল সেন্টারের সূত্র ধরেই ধরা পড়েন কুণাল গুপ্তা। প্রথমে সিআইডি ও পরে ইডি হেফাজতে ছিলেন তিনি। আপাতত জেল হেফাজতে রয়েছেন কল সেন্টার চক্রের মাথা ও ব্যক্তি। সূত্রের খবর, ইন্টারপোলের সাহায্য নিয়ে আমেরিকা ও ব্রিটেনে চিঠি পাঠিয়েছে সিআইডি। ওই সব দেশের কতজন নাগরিককে টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে, কীভাবে তাঁরা টাকা দিয়েছেন কুণালকে, কোথায় কোথায় কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সিআইডি।

সূত্রের খব, শুধুমাত্র ব্রিটেনেই ১৩০০০ মানুষ কুণালের প্রতারণার শিকার হয়েছেন। তার মধ্যে ৩০০ জন অভিযোগও দায়ের করেছেন কুণালের বিরুদ্ধে। গোয়েন্দারা চাইছেন, ওই প্রতারিতরা যাতে ভার্চুয়ালি আদালতে সাক্ষ্য দেয় ও অভিযোগের কথা জানায়। সে কারণেই এভাবে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে দুবাইতেই থাকতেন কুণাল গুপ্তা। কয়েকশ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর পিছনে কোনও প্রভাবশালীর হাত থাকতে পারে, এমনটাও সন্দেহ গোয়েন্দাদের।

Next Article