বাংলায় আছড়ে পড়বে আমফানের মতো সুপার সাইক্লোন? সত্যিটা জানাল হাওয়া অফিস

টাউকটে নামে এক ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এমন আশঙ্কার কথা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারই ব্যাখ্যা দিল আলিপুর আবহাওয়া দফতর (Regional Meteorological Centre, Kolkata)

বাংলায় আছড়ে পড়বে আমফানের মতো সুপার সাইক্লোন? সত্যিটা জানাল হাওয়া অফিস
সাইক্লোনের খবর ভুয়ো, জানাচ্ছেন আবহাওয়াবিদরা
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 7:43 PM

কলকাতা: মাস কয়েক আগেই ভয়াবহ ঘূর্ণিঝড় (Cyclone) আমফানে (Amphan) তছনছ হয়ে গিয়েছিল গোটা বাংলা। আর সেই স্মৃতি উস্কেই গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরছে আরও এক ঘূর্ণিঝড়ের খবর। সেই ঘূর্ণিঝড়ের নাম নাকি টাউকটে। স্বাভাবিকভাবেই এই সাইক্লোনের খবরে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। তবে, আবহাওয়া দফতর (Regional Meteorological Centre, Kolkata) আশ্বাস দিয়ে জানাল, এমন কোনও ঝড়ের সম্ভাবনাই নেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সুপার সাইক্লোনের খবর উঠে আসে। ভাইরাল হয়ে যায় সেই খবর। এরপরই বুধবার সেই খবর ভুয়ো বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মার্চের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যে খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তা ভুয়ো। এই ঝড়ে বাংলা ফের আমফানের মতো ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও খবর ছড়াচ্ছিল বলে জানিয়েছে আলিপুর।

আবহাওয়া দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১০ দিনে কোনও সাইক্লোনের সম্ভাবনা নেই। আরও জানানো হয়েছে যে, যদি কোনও ঝড়ের সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইট, ই মেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হবে। তার কী প্রভাব পড়তে পারে, তাও জানানো হবে।

আরও পড়ুন: আরও বাড়বে গরম, সঙ্গে অস্বস্তিও! ক’দিন চলবে এই অবস্থা? কী জানাল হাওয়া অফিস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া, কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।