আরও বাড়বে গরম, সঙ্গে অস্বস্তিও! ক’দিন চলবে এই অবস্থা? কী জানাল হাওয়া অফিস
পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
কলকাতা: আগামী কয়েকদিনে আরও বাড়বে গরম, পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।
আলিপুরের হাওয়া অফিসের কর্তারা বলছেন, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়তে চলেছে। কারণ জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে গরম। আগামী দু’তিন দিন কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি আশেপাশে ও পশ্চিমের জেলা গুলি তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে।
দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙে ২৪ ও ২৫ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কোন প্রার্থী ভাল, আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে নেব, আপনারা শুধু ভোটটা দিন: মমতা
মার্চের শুরু থেকেই হাঁসফাঁস করছে রাজ্য। সকাল থেকেই চড়া রোদ আর ঘামে অস্বস্তি বেড়েছে শহরবাসীর। আর্দ্রতা রয়েছে প্রায় ৯৫ শতাংশ। সুতরাং প্রচণ্ড ঘাম ও অস্বস্তি অনুভূত হচ্ছে। রাজ্যবাসীর প্রশ্ন, মার্চেই যদি এই অবস্থা দেখায় আবহাওয়া, এপ্রিল-মে মাসে তাহলে কী অবস্থা হবে?