আরও বাড়বে গরম, সঙ্গে অস্বস্তিও! ক’দিন চলবে এই অবস্থা? কী জানাল হাওয়া অফিস

পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।

আরও বাড়বে গরম, সঙ্গে অস্বস্তিও! ক'দিন চলবে এই অবস্থা? কী জানাল হাওয়া অফিস
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2021 | 6:45 PM

কলকাতা: আগামী কয়েকদিনে আরও বাড়বে গরম, পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)।

আলিপুরের হাওয়া অফিসের কর্তারা বলছেন, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়তে চলেছে। কারণ জলীয়বাষ্পের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। আগামী কয়েকদিনে আরেকটু বাড়বে গরম। আগামী দু’তিন দিন কলকাতার তাপমাত্রা ৩৮ ডিগ্রি আশেপাশে ও পশ্চিমের জেলা গুলি তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে থাকবে।

দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙে ২৪ ও ২৫ তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কোন প্রার্থী ভাল, আপনাদের দেখার দরকার নেই, আমি দেখে নেব, আপনারা শুধু ভোটটা দিন: মমতা

মার্চের শুরু থেকেই হাঁসফাঁস করছে রাজ্য। সকাল থেকেই চড়া রোদ আর ঘামে অস্বস্তি বেড়েছে শহরবাসীর। আর্দ্রতা রয়েছে প্রায় ৯৫ শতাংশ। সুতরাং প্রচণ্ড ঘাম ও অস্বস্তি অনুভূত হচ্ছে। রাজ্যবাসীর প্রশ্ন, মার্চেই যদি এই অবস্থা দেখায় আবহাওয়া, এপ্রিল-মে মাসে তাহলে কী অবস্থা হবে?