Kalipuja: তারস্বরে মাইক-ডিজে থামাতে বলতেই এমন মার! ফেটে গেল নাক

Kalipuja Visarjan: ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত মেরে নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ। অবস্থা বেগতিক দেখে তাদের ছেলে গিয়ে প্রতিবাদ করলে তাকেও টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করার চেষ্টা হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসে সে।

Kalipuja: তারস্বরে মাইক-ডিজে থামাতে বলতেই এমন মার! ফেটে গেল নাক
নাক ফাটল কল্লোন সেন শর্মারImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 23, 2025 | 4:57 PM

পর্ণশ্রী: তারস্বরে ডিজে চালানো এবং শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত দম্পতি। মেরে স্বামীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে স্ত্রীর উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করা হয়েছে বলেও অভিযোগ উঠল। পর্ণশ্রী গভমেন্ট কোয়ার্টারে আবাসিকরা শব্দবাজি তাণ্ডব এবং ডিজের তাণ্ডবে নাজেহাল। কালীপুজোর পর দু’দিন কেটে গেলেও সে সব থামছে না।

বুধবার রাত ১টার সময় বাড়ির সামনে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল ও বাজি ফাটানো হচ্ছিল বলে অভিযোগ। আবাসনের বাসিন্দারা শব্দবাজি ফাটায় প্রতিবাদ করতে গেলে বচসা বাধে। কল্লোল সেন শর্মা নামে এক আবাসিককে মারধর করা হয়, নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বক্তব্য, বাড়ির সামনে মধ্যরাতে ডিজে বাজানো হচ্ছিল, শব্দবাজিও ফাটানো হচ্ছিল। তাঁদের কোয়ার্টারের সামনেই রয়েছে পর্ণশ্রী লেক। আর সেই লেকে এলাকার সমস্ত কালীপুজোর ভাসান চলছিল।

সেই সময় কল্লোলের স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে ডিজে সাউন্ড কমাতে বলেন। এই কথা বলতেই অভিযুক্তরা তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে বলে অভিযোগ। আর এই ঘটনার পর কল্লোল সেন শর্মা গিয়ে প্রতিবাদ জানান। তখনই ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত মেরে নাক ফাটিয়ে দেয় বলে অভিযোগ। অবস্থা বেগতিক দেখে তাদের ছেলে গিয়ে প্রতিবাদ করলে তাকেও টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করার চেষ্টা হয় বলে অভিযোগ। কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসে সে।

কোয়ার্টারের আবাসিকদের বক্তব্য, গত কয়েকদিন ধরে প্রত্যেকদিন রাতে এগুলো সহ্য করতে হচ্ছে তাঁদের। ওই লেকে সব মিলিয়ে প্রায় ২০০০ ঠাকুর বিসর্জন হয়। বাজি ফাটানো হয় এবং ডিজে বাজানো হয়। বারণ করলেও কেউ তাঁদের কথা শুনছে না বলে অভিযোগ। তাঁদের আরও দাবি, বেশি রাতের দিকে লেকের সামনে পর্ণশ্রী থানার পুলিশও সংখ্যায় কম থাকছে আর সেই সুযোগে এইসব শব্দ তাণ্ডব চলছে এলাকায়। অবিলম্বে এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে তারা।