
কলকাতা: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হয়। সেই সঙ্গে এবছর ওই দিনই সরস্বতী পূজা পড়েছে। আর সেই ২৩ জানুয়ারিই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি’র তরফে এই দিন জয়েন্ট এন্ট্রান্সের মেইনস-এর পরীক্ষা দেওয়া হয়েছে। আর তাতেই আপত্তি রাজ্যের।
ইতিমধ্যেই আপত্তির কথা জানানো হয়েছে। কীভাবে নেতাজির জন্মদিনে পরীক্ষা? প্রশ্ন তুলে NTA-কে চিঠি দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, সেই দিনই পরীক্ষা ঘিরে সংঘাত তুঙ্গে।
নেতাজির জন্মদিন আর সরস্বতী পূজা, দুটি বিষয়েই বাঙালির বিশেষ আবেগ জড়িয়ে আছে। ওই দিন সব স্কুল ছুটি থাকে, স্কুল তথা বাংলার প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পূজার আয়োজন করা হয়। তাই ওই দিন পরীক্ষা ফেললে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে। রাজ্য়ের দেওয়ার চিঠির এখনও পর্যন্ত কোনও জবাব দেয়নি এনটিএ।
এই ইস্যুতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা সম্মান করে না। জানেও না। তাদের কর্তারা আবার বাংলায় এসে বলে, বাংলায় নাকি সরস্বতী পূজা হয় না।”