
কলকাতা: মানা হল ডেডলাইন। বুধবার সন্ধ্য়ায় প্রকাশিত হল একাদশ-দ্বাদশের মেধাতালিকা। তাতে নাম রয়েছে মোট ১৮ হাজার ৯০০ জন প্রার্থীর। যার মধ্য়ে চাকরি পাবেন ১২ হাজার ৫০০ জন। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে কাউন্সিলিং। তারপর সেই ভিত্তিতেই দেওয়া হবে নিয়োগ পত্র।
দেখে নিন কাদের নাম রয়েছে মেধাতালিকায় –
অপেক্ষায় কারা? রইল সেই তালিকাও –
উল্লেখ্য, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধাতালিকা প্রকাশের জন্য় ২১ তারিখই ছিল এসএসসির নির্ধারিত ডেডলাইন। সেই সময় মেনেই তালিকা প্রকাশ করল কমিশন। এই মেধাতালিকার ক্ষেত্রে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারদের উপর। গত এপ্রিলে
সুপ্রিম-নির্দেশে চাকরি হারিয়ে ছিলেন তাঁরা। সেই থেকে চলছে লড়াই। যার ফল পাওয়ার দিন আজ। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে নতুন করে আলো ফুটল কিনা, সেই উত্তর দিয়ে দেবে এই মেধাতালিকাই।
এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে কম জলঘোলা হয়নি। তৃণমূল সুপ্রিমো বলেছেন, তিনি চাকরি দিতে চান কিন্তু বিরোধীরা চক্রান্ত করছে। অন্য রাজ্যের বিরোধী দলনেতা আঙুল তুলেছে শিক্ষা-দুর্নীতির দিকে। অবশ্য সেই সব পর্ব কাটিয়ে নতুন পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু তারপরও বিতর্ক যে সম্পূর্ণ ধুয়ে গিয়েছে এমনটা নয়। নবম-দশমের মেধাতালিকা প্রকাশের সময় দেখা গিয়েছিল, দাগী হয়েও মেরিট লিস্টে জায়গা পেয়েছেন এমন প্রার্থীকে। আবার কাট অফ মার্কস এবং অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া নম্বর নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। পথে নেমেছিলেন নবাগত চাকরিপ্রার্থীরা। অবশ্য একাদশ-দ্বাদশের ক্ষেত্রে এরকম কোনও বিতর্ক মাথা চাড়া দেয় কি না এখন সেটাই দেখার।