Cyber Crime : লিঙ্কে ক্লিক করতেই লক্ষাধিক টাকা উধাও সল্টলেকের মহিলার, রাজস্থান থেকে গ্রেফতার অভিযুক্ত

Ranjit Dhar | Edited By: জয়দীপ দাস

Feb 27, 2023 | 6:18 PM

Cyber Crime : KYC আপডেটের জন্য লিঙ্কে ক্লিক করতেই উধাও লক্ষাধিক টাকা, দুঃসাহসিক অভিযানে অভিযুক্তকে পাকড়াও বিধাননগর পুলিশের।

Cyber Crime : লিঙ্কে ক্লিক করতেই লক্ষাধিক টাকা উধাও সল্টলেকের মহিলার, রাজস্থান থেকে গ্রেফতার অভিযুক্ত
গ্রেফতার দয়ারাম খিচার

Follow Us

বিধাননগর : বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও সাইবার অপরাধের (Cyber Crime) পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। আম-আদমির টাকা হাতাতে নিত্যনতুন ফাঁদ পাতছে প্রতারকের দল। এবার কেওয়াইসি আপডেটের (KYC update) জন্য ফোনে দেওয়া লিঙ্ক ক্লিক করতেই উধাও টাকা। দুই দফায় উধাও প্রায় দেড় লক্ষ টাকা। প্রতারণার অভিযোগে গ্রেফতার রাজস্থানের বাসিন্দা দয়ারাম খিচার। এদিনই তাঁকে রাজস্থান আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল বিধান নগর সাইবার শাখায়। মঙ্গলবার তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। 

সাইবার শাখা সূত্র মারফত খবর, ২০২২ সালের ২৯ এপ্রিল সল্টলেকের পূর্বাচলের বাসিন্দা সুপ্রিয়া মুখার্জি একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগপত্রেই তিনি জানান, ৭৮৯০৫৩৮১৪১ এই নম্বরটি থেকে তিনি একটি টেক্সট মেসেজ পেয়েছিলেন। তাতেই স্পষ্ট লেখা ছিল আপনার, ‘এইচডিএফসি অ্যাকাউন্টের নেট ব্যাঙ্কিং আজ সাসপেন্ড করা হবে। করতে হবে কেওয়াইসি।’ এরপরই একটি নির্দিষ্ট লিঙ্ক তাঁকে পাঠানো হয়। ওই মেসেজে স্পষ্ট লেখা ছিল এই এটি আদপে KYC update-র লিঙ্ক। লিঙ্ক দেখে সন্দেহ হয়নি সুপ্রিয়া দেবীর। নেট ব্যাঙ্কিং চালু রাখতে তিনি ওই লিঙ্ক পাওয়া মাত্রই তাতে ক্লিক করেন। অভিযোগ, লিঙ্কে ক্লিক করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রথমে ৪৯৯৯৭ টাকা উধাও হয়ে যায়।

পরবর্তী কিছু সময় পর ওই অ্যাকাউন্ট থেকেই আরও এক লক্ষ টাকা উধাও হয়ে যায়। মাথায় হাত পড়ে সুপ্রিয়া দেবীর। দ্বারস্থ হন পুলিশের। গোটা ঘটনার কথা শুনে তাজ্জব বনে যান পুলিশ কর্তারাও। জোরকদমে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে বিধাননগর সাইবার শাখার পুলিশ রাজস্থানের শিকার থেকে দয়ারাম খিচর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তারপরই দ্রুত আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় কলকাতায়। মঙ্গলবার অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে। ধৃতের কাছ থেকে মোবাইল ফোন, প্যান কার্ড, আধার কার্ড-সহ এসবিআই ক্লাসিক ভিসা কার্ড, UNION BANK এর ডেবিট কার্ড, এসবিআইয়ের চেকবুক বাজেয়াপ্ত করা হয়েছে।

Next Article