কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই রাজ্যের প্রধান। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য সারাদিনই বিভিন্ন ব্যস্ততায় কাটাতে হয় তাঁকে। কখনও দলীয় কর্মসূচি, কখনও বা প্রশাসনিক কাজ সামলান তিনি। কিন্তু এত সবের মধ্যেও ভালবাসেন আঁকতে। গান-কবিতা লিখতে। মমতা নিজেও বিভিন্ন সময়ে নিজের ভাললাগার কথা জানিয়েছেন।
সোমবার পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে নিজের লেখা বিভিন্ন কবিতা-গানের কথা বলেন তিনি। সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কোথা থেকে কবিতার রসদ পান সেই বিষয়ও জানিয়েছেন। মমতা বলেছেন,এ রাজ্যের বিভিন্ন জায়গা ছোটবেলা থেকে ঘুরে দেখেছেন। সেখানে নদী-পাহাড়-গাছ-পাখি সব দেখে তিনি কবিতা লিখেছেন।
কবিতা-গানের কথা বলার সময় এ দিন মুখ্যমন্ত্রী নিজের লেখা ‘আলোক বর্তিকা’ কবিতার বইয়ের কথা উল্লেখ। পড়ুয়ারা বিপদে পড়লে সেই বই পড়ারও পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, “এই বইটা পড়লে বুঝতে পারবেন কোন সময় কোনটা ভাবলে মন ভাল হয়।” মমতা জানিয়েছেন, এই বই পড়লে পড়ুয়ারা আরও উন্নত হবেন। তাঁদের মন পরিষ্কার হবে।
উল্লেখ্য, মমতা নিজেই জানিয়েছেন তিনি প্রায় ১৩৫টি বই লিখেছেন। এছাড়া তাঁর লেখা ‘কবিতাবিতান’-এ ১ হাজার কবিতা রয়েছে। তার ইংরাজি অনুবাদও হয়েছে।