টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল, বড় ঘোষণা মমতার

সৈকত দাস |

Jun 30, 2021 | 7:21 PM

CM Mamata Banerjee: "মুম্বইতে যে রকম রয়েছে, টাটা মেমোরিয়াল বাংলার সরকার মিলে রাজ্যে সে রকম দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।''

টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দুটি ক্যানসার হাসপাতাল, বড় ঘোষণা মমতার
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: দুরারোগ্য ক্যানসারের চিকিৎসার জন্য মানুষকে আর ভিন রাজ্যে চিকিৎসার জন্য দৌড়তে হবে না। কারণ, টাটা মেমোরিয়াল আসছে বাংলাতেই। মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালের আদলে জোড়া ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে এ রাজ্যে। নবান্নে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি জানান, একটি ক্যানসার হাসপাতাল হবে কলকাতার এসএসকেএম হাসপাতালে এবং দ্বিতীয়টি হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ চত্বরে।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জন্য নয়া ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেন। সেখান থেকেই এই ক্যানসার হাসপাতালের কথাও ঘোষণা করেন। তিনি বলেন ‘‘রাজ্যে হাসপাতাল হলে আর বাইরে যেতে হবে না বাংলার মানুষকে। এখানেই ক্যানসারের সব চিকিৎসা হবে।’’

মমতা যোগ করেন, বাংলার ক্যানসার রোগীদের ২৫ শতাংশই মুম্বইয়ের টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান। টাটা সেন্টারের যে হাসপাতাল রয়েছে ওখানে। কিন্তু সেখানে থাকা-খাওয়া, যোগাযোগ-সহ নানাবিধ অসুবিধার মধ্যে পড়তে হয়। তাছাড়া ডাক্তার দেখানোর ডেট পাওয়ার ক্ষেত্রেও অসুবিধা পোয়াতে হয়। এই সব দিক বিবেচনা করে তাঁরা টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং শীঘ্রই রাজ্যে দু’দুটি ক্যানসার হাসপাতাল হবে জানান মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: ৪০ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে ১০ লক্ষ অবধি ঋণ, বড় ঘোষণা মমতার

মমতার কথায়, “মুম্বইতে যে রকম রয়েছে, টাটা মেমোরিয়াল বাংলার সরকার মিলে রাজ্যে সে রকম দু’টি ক্যানসার হাসপাতাল গড়বে। একটি এসএসকেএম হাসপাতালে, অন্যটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।”

আরও পড়ুন: ‘কী বলছে? আমরা নাকি কাজ করিনি! আমি চ্যালেঞ্জ করছি…’ টিকা-তথ্য প্রকাশ করে হুঙ্কার মমতার 

Next Article