Mamata on Murshidabad: ‘বাংলা বলা কোনও অপরাধ হতে পারে না’, ওড়িশায় শ্রমিকের মৃত্যুতে ফুঁসে উঠলেন মমতা

Murshidabad: মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের শিকার হচ্ছেন বাঙালিরা। নিগৃহীত করা হচ্ছে তাঁদের। মমতা লিখেছেন, "প্রতিটি বিজেপি - শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি।

Mamata on Murshidabad: বাংলা বলা কোনও অপরাধ হতে পারে না, ওড়িশায় শ্রমিকের মৃত্যুতে ফুঁসে উঠলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 27, 2025 | 4:40 PM

কলকাতা: রোজগারের জন্য গিয়েছিলেন ওড়িশায়। সেখানেই মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিবারের দাবি, জুয়েলকে নির্মম ভাবে মারধর করা হয়েছে। তার জেরেই এই মৃত্যু। এ দিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের একবার সরব হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি লিখেছেন,’বাংলা ভাষা বলা কোনও অপরাধ হতে পারে না।’

মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের শিকার হচ্ছেন বাঙালিরা। নিগৃহীত করা হচ্ছে তাঁদের। মমতা লিখেছেন, “প্রতিটি বিজেপি – শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেইসব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। মানুষের জীবনের বিনিময়ে কোনও মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেইসব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল।”

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে আর্থিক সমর্থন দেওয়া হবে। তিনি লিখেছেন, “অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি-শাসিত ওড়িশা রাজ্যে নানা অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে ২৪ ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে।”

এখানে উল্লেখ্য, জুয়েল রানার মৃত‍্যুর ঘটনায় ইতিমধ্যেই সুতি থানায় একটি ‘জিরো’ এফআইআর করা হয়েছে রাজ‍্য পুলিশের তরফে। ওডিশায় ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধানে রাজ‍্য পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।