Mamata Banerjee News: ‘ভাইয়েদের বলব বোনের দেখে রাখতে’, হাসপাতালের ভিতর মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বার্তা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, "রাতের বেলা মেয়েরা যখন একটা ভবন থেকে অন্য ভবনে যান সেই সময় অনেকটা সময় লাগে। যদি লোডশেডিং হয়ে যায় অসুবিধা হয়। ধীরে ধীরে দেখতে হবে যাতে একটা ভবন থেকে অন্য ভবনে ডাইরেক্ট যাওয়া যায়।" মুখ্যমন্ত্রী এ দিন কার্যত উদ্বেগ প্রকাশ করেই জানান যে, ভাইরাই বোনদের দেখে রাখবেন। যাতে হাসপাতালের ভিতরে খারাপ কোনও ঘটনা না ঘটে।

Mamata Banerjee News: ভাইয়েদের বলব বোনের দেখে রাখতে, হাসপাতালের ভিতর মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 11, 2025 | 5:52 PM

কলকাতা: হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগে এসএসকেএম হাসপাতালে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। সেই ঘটনার পর বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বারেবারে জোর দেওয়া হয় হাসপাতালের অন্দরের নিরাপত্তা নিয়ে। আজ অর্থাৎ মঙ্গলবার আবারও মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, “রাতের বেলা মেয়েরা যখন একটা ভবন থেকে অন্য ভবনে যান সেই সময় অনেকটা সময় লাগে। যদি লোডশেডিং হয়ে যায় অসুবিধা হয়। ধীরে ধীরে দেখতে হবে যাতে একটা ভবন থেকে অন্য ভবনে ডাইরেক্ট যাওয়া যায়।” মুখ্যমন্ত্রী এ দিন কার্যত উদ্বেগ প্রকাশ করেই জানান যে, ভাইরাই বোনদের দেখে রাখবেন। যাতে হাসপাতালের ভিতরে খারাপ কোনও ঘটনা না ঘটে।

সম্প্রতি, এসএসকেএম হাসপাতালে যে শ্লীলতাহানির ঘটনা প্রকাশ্যে এসেছে, সেখানে উঠে এসেছিল বহিরাগত তত্ত্ব। বাইরে থেকে এসে হাসপাতালের ভিতরে কীভাবে একজন শ্লীলতাহানির মতো ঘটনা ঘটালেন সেই নিয়ে উঠেছিল প্রশ্ন। আজ মমতা বলেন, “হাসপাতালে তো কাউকে বারণ করা যায় না যাবেন না। অন্ধকারে অনেক বদমাইশ লোক বসে থাকেন। অনেকে আসেন কেউ বদ উদ্দেশ্য কেউ আবার ভাল উদ্দেশ্য নিয়ে। আমি ভাইয়েদের বলব বোনের দেখে রাখতে যাতে খারাপ ঘটনা না ঘটে।” অর্থাৎ তিনি আজ বারেবারে আবেদন করেন যাতে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরাই যাতে নার্স-মহিলা স্বাস্থ্যকর্মীদের দেখে রাখেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করেন।

গতবছর আরজি কর কাণ্ডের সময় উত্তাল হয়ে যায় গোটা বাংলা। কর্তব্যরত এক মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়। এই ঘটনায় যাবজ্জীবনের সাজা পায় সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ার। বারংবার হাসপাতালের ভিতরে এই ঘটনায় তাই সরব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।