কলকাতা: একুশের মঞ্চে সবার নজর কেড়েছিলেন। যাদবপুরে তৃণমূল ছাত্র পরিষদের ব্যাটন তাঁরই কাঁধে। এবার সেই রাজন্যা পুরোপুরি অন্য ভূমিকায়। সিনেমায় ডেবিউ করছেন তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্যা হালদার। প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে ‘১৯৪৫ – বিহাইন্ড দ্য মাউন্টেনস’। প্রেক্ষাপট স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। সেই সিনেমায় অভিনয় করছেন রাজন্যা। শুধু অভিনয়ই নয়, গানও গেয়েছেন সেখানে। রাজন্যাকে এই নতুন ভূমিকায় দেখে খুশি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজন্যার অভিনয় শৈলীর কথা জানতে পেরে, তাঁকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন যাদবপুরের ছাত্র নেত্রী রাজন্যাকে।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বাংলার পাহাড়ের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি ছায়াছবিতে তুমি অভিনয় করেছ ও গান গেয়েছ জেনে খুশি হলাম। তোমাকে অনেক অনেক অভিনন্দন।” সঙ্গে তিনি আরও লিখেছেন, “তোমার এই প্রয়াস সফল হোক, তুমি আগামী দিনে অনেক সাফল্য ও গৌরব অর্জন করো।”
শিল্প ও সাহিত্যের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালবাসার কথা কারও অজানা নয়। তিনি নিজে ছবি আঁকেন। কবিতা লেখেন। মুখ্যমন্ত্রীর লেখা বিভিন্ন কবিতার বই রয়েছে। শুধু তাই নয়, দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রীর গানের অ্যালবামও প্রকাশিত হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই শুভেচ্ছাবার্তা পেয়ে খুশি রাজন্যাও। সেলুলয়েডে পা রেখেই মুখ্যমন্ত্রীর থেকে অভিনন্দন, এ এক বিরাট প্রাপ্তি বলে মনে করছেন তিনি। টিভি নাইন বাংলাকে যাদবপুরের ছাত্র নেত্রী রাজন্যা জানিয়েছেন, “এটা আমাদের গোটা টিমের জন্য একটি বড় সুখবর। দিদি যে মুখ্যমন্ত্রী হয়েও আমাদের মতো তৃণমূল কর্মীদের কথা মনে রেখেছেন এবং তাঁর যে শিল্পের প্রতি কদর… একজন শিল্পী হিসেবে আমাকে উৎসাহিত করেছে। প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় এই ছবি পাহাড়ের মানুষের তো বটেই, সঙ্গে বাংলার মানুষের ভালবাসা পাক, এটাই চাই।”