AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Apon Bangla: বাইরে থাকেন? রাজ্য সরকারের ‘আপন বাংলা’ থাকলে চিন্তামুক্ত হন

Mamata Banerjee: তিনি জানান যে, যাঁদের পরিবারের কেউ বাইরে থাকেন, বিপদে-আপদে তাঁদের খোঁজ পাওয়ার জন্য এই অ্যাপে নিজেদের সমস্যা জানালে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে।

Apon Bangla: বাইরে থাকেন? রাজ্য সরকারের 'আপন বাংলা' থাকলে চিন্তামুক্ত হন
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
| Updated on: Apr 03, 2023 | 6:16 PM
Share

খেজুরি: মাতৃভূমির সঙ্গে খুব দ্রুত এবং সহজে সংযোগ স্থাপনে প্রবাসী বাঙালিদের জন্য আগেই রাজ্য সরকার নিয়ে এসেছিল ‘আপন বাংলা’ অ্যাপ। প্রবাসী বাঙালিরা চাইলে এখানে বিনিয়োগও করতে পারবেন। খেজুরির সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় মনে করিয়ে দেন এই অ্যাপের সুবিধার কথা। তিনি জানান যে, যাঁদের পরিবারের কেউ বাইরে থাকেন, বিপদে-আপদে তাঁদের খোঁজ পাওয়ার জন্য এই অ্যাপে নিজেদের সমস্যা জানালে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে।

‘আপন বাংলা’ অ্যাপের প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, “সম্প্রতি দিল্লিতে আগুনে পুড়ে মারা গিয়েছেন দু’জন। আমরা তাঁদের মৃতদেহ নিয়ে এসেছি। প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে দিয়েছি। প্রবাসী বাঙালিরা জন্য আপন বাংলা অ্যাপে নাম নথিভুক্ত করুন। বিপদের সময় সরকার সাহায্য করবে।”

‘আপন বাংলা’ অ্যাপ কী?

মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চে এই অ্যাপের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পোর্টালে প্রবাসী বাঙালিরা নাম নথিভুক্ত করলেই হাতে আসবে নতুন পরিচয় পত্র। বিশ্বের যে কোনও প্রান্তের প্রবাসীরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

কী ভাবে কার্ড পাওয়া যাবে?

প্রথমে রাজ্য সরকারের ‘আপন বাংলা’ পোর্টালে ঢুকতে হবে। এরপর প্রবাসীদের প্রথমে নথিভুক্ত করতে হবে নিজের নাম। কোন দেশের বাসিন্দা, কোন শহরে থাকেন, পাসপোর্টের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এই ধাপগুলি হওয়ার পরই মিলবে কার্ড

কী কী সুবিধা মিলবে?

নবান্ন সূত্রে খবর, ‘আপন বাংলা’ কার্ড থাকলে প্রবাসী ভারতীয়রা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে শামিল হওয়ার সুযোগ পাবেন। বিনিয়োগ করতে পারবেন তাঁরা।কলকাতা চলচ্চিত্র উৎসব এবং কলকাতা বইমেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন। শুধু তাই নয়, বাইরে থাকাকালীন বিপদের সময় রাজ্য সরকারের সুযোগ সুবিধাও পেতে পারেন।