
কলকাতা: গরমের ছুটি আগেই পড়ে গিয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। এবার বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার আবেদন করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহেই স্কুলগুলিকে তড়িঘড়ি ছুটি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পহেলগাওঁ হামলার পর থেকে প্রতিশোধের প্রহর গুনছিল দেশবাসী। মঙ্গলবার ছিল সেই দিন। মধ্য রাতে গিয়ে হামলা চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গি ঘাঁটি। প্রাণ গিয়েছে প্রায় ১০০ জন জঙ্গির। এ দিকে, আগেই কেন্দ্রের তরফে নির্দেশ এসেছিল রাজ্যগুলিতে মকড্রিল করতে হবে। সেই তোড়জোড়ের মধ্যে এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সকলকে আশ্বস্ত করে প্যানিক হতে বারণ করলেন। একই সঙ্গে স্কুল পড়ুয়াদের বাড়িতে রাখার জন্যই আবেদন করলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের স্কুলগুলো ছুটি আছে। প্রাইভেট স্কুলগুলিকে বলব তারা যদি অনুগ্রহ করে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি দিয়ে দেন ভাল হয়। বাচ্চারা বাড়ি থাকলে ভাল। সেখানে থেকে পড়াশোনা করবে।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, প্যানেল কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনাদের কিছু জানানোর থাকলে একটা নম্বর দেওয়া হবে। সেখানে মেসেজ পাঠাতে পারেন।” একই সঙ্গে কড়া বার্তা দিয়ে বলেছেন, “কেউ যদি ভুয়ো খবর ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”