মুখ্যসচিব আলাপনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে মোদীকে চিঠি মমতার

ঋদ্ধীশ দত্ত |

May 13, 2021 | 5:38 PM

রাজ্যের কোভিড পরিস্থিতি সামলাতে অভিজ্ঞ আমলার প্রয়োজন। সেই কারণে যাতে মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। নবান্ন সূত্রে খবর, চিঠিতে এই বিষয়টি উল্লেখ করেছেন মমতা।

মুখ্যসচিব আলাপনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে মোদীকে চিঠি মমতার
ফাইল ছবি

Follow Us

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে অভাবনীয় সঙ্কটের মুখোমুখি হচ্ছে গোটা দেশ তথা রাজ্য সরকার। এহেন পরিস্থিতি সামলাতে প্রয়োজন দক্ষ আধিকারিক। যে কারণে এ বার রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্তমান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েই এই চিঠি দিয়েছেন মমতা।

গত বছর ১ অক্টোবর থেকে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পালন করছেন আলাপন। করোনার প্রথম ঢেউয়ের মাঝেই রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব নিয়েছিলেন তিনি। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার আগে তাঁর কাজের সময়সীমা কমপক্ষে তিন মাসের জন্য বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বহু উচ্চপদস্থ আমলা এবং আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে এই সময়ে আলাপনের বিশেষ প্রয়োজন রয়েছে নবান্নে। এই মর্মে আজ, বৃহস্পতিবার তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন: মমতাকে জয় শ্রী রাম হয়েছে ‘বুমেরাং’, বেসুরো আদি বিজেপি নেতার নিশানাতেও ‘বহিরাগতরা’

রাজ্যের কোভিড পরিস্থিতি সামলাতে অভিজ্ঞ আমলার প্রয়োজন। সেই কারণে যাতে মুখ্যসচিবের মেয়াদ ৩ মাস বাড়ানো হয়। নবান্ন সূত্রে খবর, চিঠিতে এই বিষয়টি উল্লেখ করেছেন মমতা। আলাপন বন্দ্যোপাধ্যায়ের আগে রাজ্যের মুখ্যসচিব ছিলেন রাজীব সিনহা। উল্লেখ্য, বছর দশেক আগে একবার রাজ্যের মুখ্যসচিবের মেয়াদ ৬ মাসের জন্য বাড়ানো হয়েছিল। এ বাদে মুখ্যসচিবের মেয়াদ বাড়ানোর নজির খুব একটা নেই বললেই চলে। এ বার প্রধানমন্ত্রী মমতার আবেদনে সায় দেন কি না সেটাই দেখার।

আরও পড়ুন: সকালেও ছিলেন, আচমকা বেপাত্তা! কালো পতাকা দেখে শীতলকুচিতে পৌঁছেও নিহতের বাড়ির লোকের দেখা পেলেন না রাজ্যপাল

Next Article