
কলকাতা: সুষ্ঠভাবে চলতে হবে শুনানি। ‘সুপ্রিম কোর্টের সব রায় মেনে এসআইআর করতে হবে। হতে হবে আরও মানবিক।’ জেলাশাসকদের এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর নবান্ন সূত্রে। মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর বৈঠক চলছিল। সেই বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন নির্দেশ দিয়েছেন বলে খবর।
জানা যাচ্ছে, এদিনের বৈঠকে সব জেলাশাসকরা মোবাইল বাইরে রেখে ভিতরে ঢোকেন। নির্বাচনের আগে চলছিল উন্নয়নমূলক আলোচনা। সূত্রের খবর, সেই বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী আসেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ডিএম-দের একাধিক নির্দেশ দেন। তিনি জানান যে, সুপ্রিম কোর্টের সব রায় মেনে এসআইআর করতে হবে। আরও মানবিকভাবে করতে হবে। এখানেই শেষ নয়,যাঁরা হিযারিং-এ আসতে পারছেন না তাদের সুবিধা মতো জায়গায় এসআইআর করতে হবে।
এ দিন, জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, উন্নয়নের যাবতীয় কাজ এক মাসের মধ্যে শেষ করতে হবে। কারও ভয় পাওয়ার কোনও দরকার নেই। সরকার পাশে আছে বলেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এসআইআর-এর ফর্ম ৭ জমা নিয়ে জেলায়-জেলায় কম অশান্তি হচ্ছে না। কখনও তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছেন, কখনও আবার তাঁদের বিরুদ্ধে ফর্ম ৭ কেড়ে নিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। কেউ-কেউ আবার সোজাসাপ্টা বলেই দিচ্ছেন, ‘শুনানি চলতে দেব না’। মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম হুমকি দিয়ে বলেছিলেন, নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেবেন। বলেন, “কঞ্চি নয়, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দিতে হবে। তুমি আকাশে আছ, পাতাল থেকে ছেঁড়ছে বের করব একটা-একটা করে।” ফলত, যে সকল তৃণমূল বিধায়ক এবং নেতারা এই ধরনের আচরণ করছিলেন, মমতার নির্দেশের পর এবার তাঁরা থামবেন কি না এখন তাই দেখার।