Migrant Workers: কালনার পরিয়ায়ী শ্রমিকদের ভিনরাজ্যে পিটিয়ে খুন? CID তদন্ত চান মমতা

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Oct 17, 2023 | 5:46 PM

Migrant Workers Death: মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় অভিযুক্তদের যাতে যোগ্য সাজা হয়, সেই দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। আজ মুখ্যমন্ত্রীও বুঝিয়ে দিলেন, এই ঘটনায় যথাযথ তদন্ত চাইছেন তিনি।

Migrant Workers: কালনার পরিয়ায়ী শ্রমিকদের ভিনরাজ্যে পিটিয়ে খুন? CID তদন্ত চান মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কালনা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া দুই কিশোরকে (Migrant Workers Death) পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। সোমবারই দুই তরতাজা কিশোরের নিথর দেহ গ্রামে ফিরেছে। পুজোর মধ্যে এই মর্মান্তিক ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) গলাতেও। আজ দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় সেই শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। বললেন, “নির্মমভাবে হত্যা করা হয়েছে কালনার দু’টি ছেলেকে।” মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনায় অভিযুক্তদের যাতে যোগ্য সাজা হয়, সেই দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। আজ মুখ্যমন্ত্রীও বুঝিয়ে দিলেন, এই ঘটনায় যথাযথ তদন্ত চাইছেন তিনি। শোকস্তব্ধ পরিবারগুলির উদ্দেশে মমতার বার্তা, তাঁরা যেন স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। জানালেন, “আমি চাই বিচার হোক। তাঁদের কেসটা আমি সিআইডিকে দেব।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, অন্যান্য রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও যেমন এ রাজ্যে আসেন। তেমনই বাংলার থেকেও অনেকে ভিন রাজ্যে কাজ করতে যান। মমতা বললেন, “এভাবে নির্মমভাবে হত্যা করাকে আমরা ধিক্কার জানাচ্ছি।”

ওই দুই কিশোরের বাড়ি কালনার কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামে। পেটের তাগিদে ভিন রাজ্যে কাজ শিখতে গিয়েছিল। গুজরাটের রাজকোটে একটি গয়নার দোকানে রুপোর কাজ শিখছিল বলে পরিবারের দাবি। সম্প্রতি ওই গয়নার দোকানে চুরি হয়েছিল এবং সেই ঘটনায় মালিকের সন্দেহ গিয়েছিল ওই দুই কিশোরের দিকে। আর সেই সন্দেহের বশেই দুই কিশোরকে গোডাউনে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ। এরপর দুই কিশোর যখন বেহুঁশ হয়ে গিয়েছিল, তখন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, কালনার নতুনচর এলাকার দুই কিশোরের এই মর্মান্তিক পরিণতির খবর পেয়ে গতকাল দুপুরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সঙ্গে ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগও। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা।

Next Article