কলকাতা: ‘পুরো মরেই যেতাম…’। বুধবার পূর্ব বর্ধমানে সভা সেরে ফেরার পথে মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলি দিয়ে বেরনোর সময়ে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে আসে একটি গাড়ি। মুখ্যমন্ত্রীর গাড়িরচালক সজোরে ব্রেক কষেন। তাতে কপাল ঠুঁকে যায় মুখ্যমন্ত্রীর। কপালে সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেছিলেন, “আরেকটু হলে পুরো মরেই যেতাম।” বুধবার ঘটনার নেপথ্যে নবান্নের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়, নিরাপত্তায় গাফিলতি ছিল। আর সে কারণেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করতে বিশেষ বৈঠক ডাকলেন ডিজি রাজীব কুমার। সব জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক ডেকেছেন তিনি । রয়েছেন ডিরেক্টর অফ সিকিউরিটিও।
প্রসঙ্গত, বুধবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। একটি গলির ভিতর দিয়ে গাড়ি বেরোচ্ছিল। তখনই তাঁর গাড়ির সামনে আরেকটি গাড়ি। মুখ্যমন্ত্রীর কথায়, সেই গাড়ির গতিবেগ ছিল ২০০! অতর্কিত এই পরিস্থিতিতে সজোরে ব্রেক কষতে বাধ্য হয়েছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ির চালক। তাতে কপাল ঠুকে যায় মুখ্যমন্ত্রীর।
বুধবারই বর্ধমানের প্রশাসনিক সভা সেরে রাজ্যপালের সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার কথা ছিল। কপালে চোট নিয়েই তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সেখানে রাজ্যপাল তাঁকে প্রশ্ন করেন, ‘কপালে কী হয়েছে?’ তখন তিনি গোটা বিষয়টি রাজ্যপালকে জানান তিনি। কিন্তু এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী দুর্ঘটনার মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করতেই এবার ডিজি বৈঠক ডাকলেন।