কলকাতা: বরাবরই লড়াকু নেত্রী হিসাবে পরিচিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে নিজের মুখেই আরও একবার সে কথা তুলে ধরলেন তিনি। বক্তৃতা দেওয়ার সময় কখনও জানালেন নিজের শারীরিক অবস্থার কথা, কখনও আবার উঠে এল ছাত্র জীবনের পুরনো স্মৃতির কথা।
সত্তরের দোরগোড়ায় মুখ্যমন্ত্রী। কিন্তু অদম্য জেদ নিয়ে লড়াই করছেন এখনও। নিজেই বললেন, “জিন্দা লাশ হয়ে বেঁচে আছি।” সঙ্গে এও জানালেন, বাম জমানায় তাঁর উপর ‘অত্যাচারের’ কথা। বললেন, “আমি হাজরায় মিছিল করছিলাম। সেই সময় আমায় লোহার তার দিয়ে ঘিরে ফেলা হল। দুহাতে ডান্ডা মারা হয়েছিল। মাথায়ও মারা হয়। হাত দু’টো থেঁতলে যায়।” পুরনো অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “একদিন রটে গিয়েছিল আমি মারা গিয়েছি। সেই সময় পার্লামেন্ট স্থগিত হয়ে যায়।”
এ দিনের মমতার কথায় উঠে এল রাজনৈতিক জীবনের লড়াইয়ের কথা। বললেন, “যদি আমায় জিজ্ঞাসা করা হয় আপনার গর্ব কোনটা? আমি বলি ছাত্র রাজনীতির প্রোডাক্ট। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। ছাত্র রাজনীতি করতে গিয়ে আমি দুধের ডিপোতে কাজ করেছি। আমি সেই টাকাটা পোস্টার, ব্যানারের কাজে লাগিয়েছি।”