
কলকাতা: আজ বিজিবিএস-এর মঞ্চে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে ওঠেন সেই ভাষণের শুরু থেকে শেষ অবধি যেমন এ রাজ্যের সম্প্রীতির কথা তুলে ধরছেন তেমনই তাঁর অতীতের লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন। এ দিন, তাঁর বক্তৃতায় উঠে আসে মাদার টেরিজ়ার প্রসঙ্গ। কীভাবে মাদার তাঁর কাছে সাহায্য চেয়ে ফোন করেছিলেন, সেই সাহায্য করতে তিনি যে পিছুপা হননি সেই সব পুরনো স্মৃতি আরও একবার ঝালিয়ে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
এ দিন মুখ্যমন্ত্রী এ কথা-ও কথায় বলতে গিয়ে মাদারের প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, “আমি ভার্টিকান গিয়েছিলাম। সেই সময় মাদার টেরিজ়াকে সেন্ট টেরিজা সম্মান দেওয়া হয়েছিল। তখন আমি অনেকটাই ছোট ছিলাম। ” এরপর মমতা বলেন, “আমার মনে আছে একদিন রাত্রি ১১টার সময় মাদার আমায় ফোন করেন। সেই সময় আমাদের সরকার ছিল না। আমি শুধু সাংসদ ছিলাম। উনি জিজ্ঞাসা করেন মমতা তুমি আমায় সাহায্য করতে পারবে? আমি বলি অবশ্যই।”
মমতার কথায়, মাদার তাঁকে ফোন করে বলেছিলেন, তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতা ও গুন্ডারা তাঁর জমি দখল করে নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমায় মাদার অনুরোধ করেছিলেন মমতা তুমি কি বাঁচাতে পারো এই বিপদ থেকে? আমি বলি অবশ্যই।” মুখ্যমন্ত্রী জানান, সেই সময় তিনি গিয়ে লড়াই করে মাদার টেরিজ়ার হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করেন।
মমতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এটা তো নতুন আবিষ্কার। এত বছর ধরে মনে পড়েনি, আজকে মনে পড়ে গেল কেন? খুবই বিপদে পড়ে গিয়েছেন? এর আগে এমন অনেক সাজানো কথা বলেছেন। এবারে একদম মাদার টেরিজ়ার নামটা না বললে চলছিল না? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।”