কলকাতা: একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল মোদীর হাত ধরে, সেদিনই কলকাতার রাজপথে সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে ‘সংহতি যাত্রা’য় পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়েও তাঁর আফশোসের কথা শোনালেন। বললেন, বৈঠক সিপিএম-ই কন্ট্রোল করে। একইসঙ্গে নাম না করে বিঁধলেন কংগ্রেসকেও।
মমতার বক্তব্য, আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী, সেখানে লড়াইয়ের দায়িত্ব তাকেই দেওয়া হোক, সেই প্রস্তাব রেখেছিলেন তিনি। সেই সময়ই নাম না করে কংগ্রেসের নাম না করে আরও জানালেন, তিনি বলেছিলেন ‘৩০০ আসনে আপনারা এককভাবে লড়ুন, আমরা সাহায্য করে দেব। আমরা তোমাদের কোনও আসনে লড়ব না। ওরা বলছে, ওদের যা ইচ্ছে হবে, ওরা তাই করবে।’
বিরোধী দলগুলির মধ্যে মমতার দলই যে আজ মিছিল করল, সেই কথাও তুলে ধরে তৃণমূলের ‘সাহস’ বোঝালেন মমতা। বললেন, ‘আমাদের সাহস আছে। আজ তো আমরা মিছিল করলাম। সাহস দেখলাম। এতগুলো রাজনৈতিক দল আছে। কে কী সাহস দেখাল? একটা মন্দির ঘুরেই হয়ে গেল?’ এক্ষেত্রেও তৃণমূল সুপ্রিমো কারও নাম উল্লেখ করেননি।
প্রসঙ্গত, আজ ভারত জোড়ো ন্যায় যাত্রায় অসমের এক মন্দিরে যাওয়ার কথা ছিল রাহুলের। তবে সেই মন্দিরে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন রাহুল।
এদিকে মুখ্যমন্ত্রীর এদিনের মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ও। তাঁর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছেন ইন্ডিয়া জোট সম্পর্কে, এটা ওনার করারই ছিল। আমরা জানতাম, ছলে-বলে-কৌশলে উনি ইন্ডিয়া জোটকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওনার পুরনো অভিজ্ঞতা আছে বিজেপির সঙ্গে ঘর করার।’
প্রদেশ কংগ্রেস মুখপাত্র আরও বলেন, ‘যে ট্রেন পটনা থেকে ছেড়ে ২০২৪ সালে দিল্লির উদ্দেশে যাচ্ছে, উনি যে কোনও সময়ে চেন টেনে সেই ট্রেন থেকে নেমে যাবেন। এটা কার্যত সময়ের অপেক্ষা। এটা একটা অজুহাতের মতো লাগল।’