Kunal Ghosh: ‘কোনটা প্রচারের জন্য, কোনটা একশো জনের জন্য সেটা বুঝতে অসুবিধা হয় না…’, কেন বললেন কুণাল?

সৌরভ গুহ | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 22, 2025 | 10:00 PM

Kunal Ghosh: কুণালের কথায়, সাধারণ মানুষ খুবই সচেতন। তাঁরা বুঝতে পারেন কোনটা প্রচারের জন্য আর কোনটা দশজনের মিশে একশোজনের জন্য কাজ। তিনি লিখেছেন, "সংগঠনের প্রতি আনুগত্য, সাংগঠনিক কাজ, সামাজিক কাজ, প্রচারের সুষম মিশ্রণ না হলেই ভারসাম্যের অভাব। গোলমাল হয়।"

Kunal Ghosh: কোনটা প্রচারের জন্য, কোনটা একশো জনের জন্য সেটা বুঝতে অসুবিধা হয় না..., কেন বললেন কুণাল?
কুণাল ঘোষ, তৃণমূল রাজ্য সম্পাদক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: তৃণমূলের অন্দরে রদ-বদলের জল্পনা তুঙ্গে। এই আবহের মধ্যেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্টা তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। তাঁর বার্তা, সোশ্যাল মিডিয়া এখনকার দিনে গুরুত্বপূর্ণ। কিন্তু মাটিতে পা রেখে জনপরিষেবারই হল আসল মন্ত্র। ভাল কর্মী না হলে ভাল নেতা হওয়া কঠীন। এই সবই লিখলেন কুণাল। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে উদ্দেশ্য করে এই পোস্ট তাঁর?

কুণালের কথায়, সাধারণ মানুষ খুবই সচেতন। তাঁরা বুঝতে পারেন কোনটা প্রচারের জন্য আর কোনটা দশজনের মিশে একশোজনের জন্য কাজ। তিনি লিখেছেন, “সংগঠনের প্রতি আনুগত্য, সাংগঠনিক কাজ, সামাজিক কাজ, প্রচারের সুষম মিশ্রণ না হলেই ভারসাম্যের অভাব। গোলমাল হয়।” কুণাল বুঝিয়েছেন, একজন ভাল নেতা কীভাবে হওয়া যায়। অর্থাৎ ভাল কর্মী না হলে যে ভাল নেতা হওয়া যায় না সেই বিষয়টিও বুঝিয়েছেন তিনি। তবে কার বা কাদের উদ্দেশ্যে এই বার্তা তা যদিও জানতে পারা যায়নি।

এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “ওদের পোস্ট নিয়ে কিছুই বলার নেই। ওদের দলের সুপ্রিমো নিজেই বলেন আমি সুপ্রিমো…আমি সুপ্রিমো…আমি সুপ্রিমো…। আর ওর তো ফেসবুকই জীবন। প্রতিদিন বিতর্কিত কিছু বলে নিজেকে ভাসিয়ে রাখতে চান। বাকি আর কোনও কাজ নেই।”