কন্ট্রোল রুমে অতন্দ্র প্রহরী মমতা, ‘কেউ ঘর থেকে বেরোবেন না’, পইপই করে আবেদন রাজ্যবাসীকে

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারা রাত নবান্নেই কাটাবেন বলে জানিয়ে রেখেছেন। রাজ্যের সচিবালয়ে তৈরি হওয়া কন্ট্রোল রুমেই বর্তমানে রয়েছেন তিনি।

কন্ট্রোল রুমে অতন্দ্র প্রহরী মমতা, 'কেউ ঘর থেকে বেরোবেন না', পইপই করে আবেদন রাজ্যবাসীকে
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 25, 2021 | 10:17 PM

কলকাতা: রাত পোহালেই রাজ্য ঘেঁষে ওড়িশা উপকূলে ধাক্কা মারতে চলেছে অতি তীব্র ঘূর্ণিঝড় ইয়াস। আমফানের ভয়াবহ স্মৃতি উস্কে এক বছরের মাথায় এই আসতে চলা এই ঘূর্ণিঝড় সামাল দিতে প্রায় সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে নবান্ন। বিপদসঙ্কুল এলাকাগুলি থেকে দ্রুত সুরক্ষিত জায়গায় নিয়ে আসা হয়েছে প্রায় ১১ লক্ষ মানুষকে। জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। আর এই প্রস্তুতির নেপথ্যে যিনি, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সারা রাত নবান্নেই কাটাবেন বলে জানিয়ে রেখেছেন। রাজ্যের সচিবালয়ে তৈরি হওয়া কন্ট্রোল রুমেই বর্তমানে রয়েছেন তিনি।

আমফানের সময়ও একইভাবে সকাল থেকে কন্ট্রোল রুমে বসেছিলেন মমতা। প্রকৃতির তাণ্ডব শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা চেপে রাখেননি। তবে এ বার যাতে সেরকম কোনও পরিস্থিতি না তৈরি হয় তার জন্য বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। আবহাওয়া দফতরও জানিয়ে রেখেছেন, আমফানের মতো ব্যাপকভাবে বাংলায় আছড়ে পড়বে না এই ঘূর্ণিঝড়। বরং ওড়িশার বালেশ্বরে তা ধাক্কা মারবে। তাও সাবধানের মার নেই। কোনও ঝুঁকি নিতে চাইছেন না নেত্রী। সার্বিক পরিস্থিতির উপর যাতে সর্বক্ষণ নজর রাখা যায় তা নিশ্চিত করতে প্রশাসনের হেড কোয়ার্টারেই থেকে যাবেন তিনি। শুধু মুখ্যমন্ত্রী নন, তাঁর পাশাপাশি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন নবান্নে।

আরও পড়ুন: পাণ্ডুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, প্রকৃতিকে ‘গেস’ করা গেলেও ‘ফেস’ করা কঠিন, বললেন মমতা

মঙ্গলবার একাধিকবার মুখ্যমন্ত্রীকে রাজ্যবাসীর উদ্দেশে অনুরোধ করতে শোনা গিয়েছিল, খুব জরুরি পরিস্থিতি না হলে যেন বাড়ির বাইরে না বের হন। রাতে ফের একবার সেই আবেদন মনে করিয়ে দেন মমতা। বর্তমানে লাগাতার ঘূর্ণিঝড়ের খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছেন তিনি। লাগাতার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে রাজ্য প্রশাসন। বিকেলে নবান্নে আসার আগে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই সমন্বয়ের প্রশংসা শোনা গিয়েছিল খোদ রাজ্যপালের কণ্ঠেও।

আরও পড়ুন: ইয়াস মোকাবিলায় নবান্নর কন্ট্রোল রুমে রাজ্যপাল, বসলেন মমতার পাশের চেয়ারেই