CM Mamata Banerjee: ‘ক্রিমিন্যাল বললেই সে ক্রিমিন্যাল নয়’, পুলিশকে বড় নির্দেশ মমতার

CM Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলায় কথা বললেই বাংলাদেশি ? পাকিস্তানের ভাষা উর্দু। অনেকেই উর্দুতে কথা বলেন। তাহলে? যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের অনেকেই বাংলাদেশে আছে। আর রাজ্যের পুলিশকে বলব এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না। প্রো-অ্যাকটিভ হন। প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে বর্ডার দিয়ে। যাঁরা বেশি সমালোচনা করে তাঁরা খেয়ে যায়। দোষ হয় অন্যের।" 

CM Mamata Banerjee: ক্রিমিন্যাল বললেই সে ক্রিমিন্যাল নয়, পুলিশকে বড় নির্দেশ মমতার
Image Credit source: Tv9 Bangla

Dec 08, 2025 | 5:35 PM

উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে উন্নয়নের জন্য ঠিক কী কী তিনি করেছেন তা আজ তুলে ধরেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এক নজরে পড়ুন সবটা।

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: দীর্ঘ ৭ দিন ধরে মানুষ বিমানে করে কেটে যেতে পারছে না। বিএলওদের রাত দশটার পর হুমকি দিচ্ছে। এসডিওদের ঘুমোতে দিচ্ছে না। বাংলায় ৪১ জন মারা যাচ্ছে। আগে ২ বছরে SIR হয়েছিল। এখন এত তাড়াতাড়ি কেন? একটা কমিশন এক পক্ষ হয়ে যায় তাকে কি বলে ?
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: নমঃশূদ্রদের বলছি বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে করতে দেব না। আমরা চাই মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক। অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো। পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল…ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: বাংলায় কথা বললেই বাংলাদেশি ? পাকিস্তানের ভাষা উর্দু। অনেকেই উর্দুতে কথা বলেন। তাহলে? যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের অনেকেই বাংলাদেশে আছে। আর রাজ্যের পুলিশকে বলব এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না। প্রো-অ্যাকটিভ হন। প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে বর্ডার দিয়ে। যাঁরা বেশি সমালোচনা করে তাঁরা খেয়ে যায়। দোষ হয় অন্যের।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: আমি জানি অনেক রাজবংশী লোককে নোটিস পাঠানো হয়েছে অসম থেকে। ডিটেনশন ক্যাম্পে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ, ৭ লক্ষ মুসলমান নামের ভোটার। এখানে বলছে সব বাংলাদেশি ভোটার। আগে ভারত,পাকিস্তান, বাংলাদেশ আগে এক ছিল। মুজিবের সাথে চুক্তি ছিল। ১৯৭১ সালে সেই চুক্তি অনুযায়ী তারা নাগরিক।
  5. মমতা বন্দ্যোপাধ্যায়: বিএলওদের সবাই সাহায্য করবেন। অনেক সময় সার্ভার ঠিক কাজ করে না। একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে। আর যাঁরা বিহারে ভোট দেয়নি তাঁরা তো এখানে ভোট দিতেই পারেন। তাঁদের নাম কেন বাদ যাবে? যাঁরা ওইখানে ভোট দিয়েছেন আলাদা কথা। তাঁদের নাম বাদ যাক। কিন্তু একজন তো একটা ভোট দিতেই পারবেন। যাঁরা পরিযায়ী শ্রমিক, তাঁদের পরিবারের ডিটেল নিয়ে কাজ করুন। আর হিয়ারিংয়ে যাবেন। সরকারের তরফে MAY I HELP YOU ক্যাম্প হবে।
  6. মমতা বন্দ্যোপাধ্যায়: কোচবিহার বর্ডার জেলা। সেখানের আইন-শৃঙ্খলনা দেখে রাখতে হবে। কোনও মাতব্বরি বা অযথা হস্তক্ষেপ মানা যাবে না। এলাকায় শান্তি বজায় রাখতে হবে।