International Kolkata book fair: কখন কলকাতা বইমেলার উদ্বোধন? আর কী কী অনুষ্ঠান রয়েছে? জেনে নিন সবটা

International Kolkata book fair inauguration time: বইমেলায় কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। এই উৎসবের সূচনা করবেন বিশিষ্ট সাহিত্যিক অমিতাভ ঘোষ এবং চিত্রপরিচালক গৌতম ঘোষ। গৌতম ঘোষের  হাতে ‘সমরেশ মজুমদার পুরস্কার’ তুলে দেবেন অমিতাভ ঘোষ। এসবিআই অডিটোরিয়ামে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন বিশিষ্টজনরা।

International Kolkata book fair: কখন কলকাতা বইমেলার উদ্বোধন? আর কী কী অনুষ্ঠান রয়েছে? জেনে নিন সবটা
বৃহস্পতিবার ৪৯তম কলকাতা বইমেলার উদ্বোধন হবেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 21, 2026 | 4:40 PM

কলকাতা: প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে। রাত কাটলেই ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু। সল্টলেকে করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণে এবছরও লক্ষ লক্ষ বইপ্রেমী ভিড় করবেন বলে আশাবাদী আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন কখন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আর কী কী অনুষ্ঠান রয়েছে? বইমেলা শুরুর প্রাক্কালে সব জানাল গিল্ড।     

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টেয় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীরাও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।

আর এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্নময় চক্রবর্তীর হাতে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা। বইমেলায় কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে ২৪ ও ২৫ জানুয়ারি। এই উৎসবের সূচনা করবেন বিশিষ্ট সাহিত্যিক অমিতাভ ঘোষ এবং চিত্রপরিচালক গৌতম ঘোষ। গৌতম ঘোষের  হাতে ‘সমরেশ মজুমদার পুরস্কার’ তুলে দেবেন অমিতাভ ঘোষ। এসবিআই অডিটোরিয়ামে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন বিশিষ্টজনরা। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়রা যেমন থাকবেন। তেমনই চন্দ্রিল ভট্টাচার্য, উল্লাশ মল্লিক এবং শ্রীজাতরাও কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে আলোচনায় অংশ নেবেন। ২৫ জানুয়ারি সন্ধেয় অনুপম রায় অনুষ্ঠান করবেন। সাহিত্য জগতে তাঁর পথ চলা নিয়ে কিরণ দেশাই আলোচনা করবেন সন্দীপ রায়ের সঙ্গে।

গিল্ডের তরফে বলা হয়েছে, বইমেলা সবার। বই সেতুবন্ধন করে। এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা এই শহরের, রাজ্যের এবং দেশের গর্ব। গত বছর বইমেলায় ২৭ লক্ষের বেশি বইপ্রেমী পা রেখেছিলেন। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী গিল্ড। এদিকে, ১৪ বছর পর এবার কলকাতা বইমেলায় স্টল দিচ্ছে চিন। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এবছর বইমেলা চলবে।