Kolkata Airport: মাঝ আকাশে পাশের সিটের যুবতীর সঙ্গে…, কলকাতায় বিমান নামতেই তুলকালাম
Kolkata Airport: অভিযোগ, ওই যুবতীর সঙ্গে আরেকজন ছিলেন। অভিযুক্তের সঙ্গে তাঁর তর্কাতর্কিও চলে মাঝ আকাশেই। পরে অন্যান্য যাত্রীদের মধ্যস্থতায় মোবাইল ফোনটি জমা করলে সাময়িকভাবে বিবাদ মেটে। এরপরই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পরে থানাতেও অভিযোগ দায়ের করেন।

কলকাতা: রোজই কিছু না কিছু ঘটে চলেছে আকাশপথে। কখনও ককপিটে লেজার আলোর খেলা, কখনও আবার যাত্রীর অসুস্থতাজনিত এমার্জেন্সি ল্যান্ডিং, কখনও সিটে মলত্যাগ। আর এবার মাঝ আকাশে বিমানের মধ্যে মহিলা যাত্রীর ছবি তোলার অভিযোগ উঠল পাশের সিটে বসা যাত্রীর বিরুদ্ধে। বিমান কলকাতা বিমানবন্দরে নামতেই বিমানবন্দর থানায় দায়ের হল অভিযোগ।
বেঙ্গালুরু থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ৯৭৫-তে ছিলেন ওই মহিলা যাত্রী। তাঁর অভিযোগ, সেখানেই তিনি লক্ষ্য করেন পাশের আসনে বসে থাকা যুবক মোবাইল ফোনে তাঁর ছবি তুলছেন। তখনই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন অভিযোগকারী। মৌখিকভাবে বিমানে থাকা কেবিন ক্রুকে সবটা জানান।
অভিযোগ, ওই যুবতীর সঙ্গে আরেকজন ছিলেন। অভিযুক্তের সঙ্গে তাঁর তর্কাতর্কিও চলে মাঝ আকাশেই। পরে অন্যান্য যাত্রীদের মধ্যস্থতায় মোবাইল ফোনটি জমা করলে সাময়িকভাবে বিবাদ মেটে। এরপরই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পরে থানাতেও অভিযোগ দায়ের করেন।





