Tollywood : কয়লার কালো টাকা বাংলা সিনেমায়? চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে, নজরে স্বেচ্ছাসেবী সংস্থাও
Tollywood : ইডি-র ব়্যাডারে থাকা এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে টলিউডেরও। কয়লার কালো টাকা গিয়েছে বাংলা সিনেমাতেও। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (Enforcement Directorate)।

কলকাতা : কয়লা তদন্তে ইডি (ED) নজরে এবার দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সূত্রের খবর, মনজিৎ সিং সহ একাধিক নির্মাণ ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার। প্রসঙ্গত, কয়েকদিন আগে বালিগঞ্জ থেকে কোটি টাকা উদ্ধারের (Manjit Singh Grewal) ঘটনায় গ্রেফতার করা হয়েছিল মনজিৎ সিং গ্রেওয়াল ওরফে জিট্টাভাইকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অন্যদিকে তিনি ছাড়াও এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যে সমস্ত নির্মাণ ব্যবসায়ীদের যোগসূত্র রয়েছে বলে জানতে পারা যাচ্ছে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। এমনটাই খবর সূত্রের। কয়লা কাণ্ডের কালো টাকা সাদা করতেই এই স্বেচ্ছাসেবী সংস্থাকে হাতিয়ার করা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। একাধিক নির্মাণ ব্যবসায়ী ঢেলেছেন বিপুল অঙ্কের টাকা। উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য।
এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে টলিউডের। কয়লার কালো টাকা গিয়েছে বাংলা সিনেমাতেও। এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের। এমনকী এই কালো টাকায় তৈরি একটি ছবি মুক্তিও পেয়েছে সম্প্রতি। সেই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে একটি নির্মাণ সংস্থা। যা অবার রয়েছে ইডি-র ব়্যাডারে। এই খবর সামনে আসতেই তা নিয়েও বাড়ছে চাপানউতর। ইতিমধ্যেই এই সংস্থার আয়-ব্যয়ের যাবতীয় নথি খতিয়ে দেখার কাজও শুরু করে দিয়েছে ইডি।
বালিগঞ্জে টাকা উদ্ধারের পর যে সমস্ত ব্যবসায়ীর নাম উঠে এসেছে তাঁদের সিংহভাগই নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের হোটেল-রিসর্টের ব্যবসা রয়েছে। এদের মধ্যে ইতিমধ্যেই জোরকদমে দুজনকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সূত্রের খবর, যাদের নাম উঠে এসেছে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের সরাসরি টলিউডি যোগ রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত ইডির হাতে উঠে এসেছে একাধিক ছবির নাম। তালিকায় রয়েছে এ বছরই মুক্তি পাওয়া একটি বাংলা থ্রিলার ছবি। ইডির ব়্যাডারে থাকা নির্মাণ ব্যবসায়ীদের একজনই এই ছবির প্রযোজনা সংস্থায় একেবারে খাতায়-কলমে বিনিয়োগ করেছেন বলেও জানতে পারা যাচ্ছে। এমনকী তদন্তে নেমে ইডি দেখতে পেয়েছে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ এই চার বছরে একাধিক এনজিও-তে টাকা ঢালার পাশাপাশি টলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থাতেও টাকা দিয়েছিলেন এই সমস্ত ব্যবসায়ীরা। এখান থেকেই মনে করা হচ্ছে টলিউডের বেশ কিছু সিনেমার মধ্য দিয়ে কয়লার কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে।





