Coal Scam: কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার দুই রাঘব-বোয়াল, কারা এঁরা?

সুজয় পাল | Edited By: সায়নী জোয়ারদার

May 11, 2023 | 8:04 PM

CBI: কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এর আগেও সাত কর্তাকে গ্রেফতার করে সিবিআই। কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। এরমধ্যে আরও এক ইসিএল আধিকারিক গ্রেফতার।

Coal Scam: কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার দুই রাঘব-বোয়াল, কারা এঁরা?
কয়লাকাণ্ডে গ্রেফতার।

Follow Us

কলকাতা: কয়লাপাচার কাণ্ডে দু’জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। এরমধ্যে একজন সুনীল ঝা, যিনি ইসিএলের প্রাক্তন ডিরেক্টর। দ্বিতীয়জন আনন্দকুমার সিং। তিনি সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর। দু’জনের বিরুদ্ধে অভিযোগ, ঘুষ নিয়ে অনুজ মাজি ওরফে লালার কয়লাপাচারে সুবিধা পাইয়ে দিতেন। এই প্রথম সিআইএসএফের একজন প্রাক্তন ইন্সপেক্টর গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেস থেকে গ্রেফতার করা হয় তাঁদের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুনীলকুমার ঝা টেকনিক্যাল দিকটি দেখতেন। কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের খাতায় অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। ধৃতরা লালার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে তার বদলে নানা সুযোগ সুবিধা পাইয়ে দিতেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে খবর, রীতিমতো মাসোহার নিতেন তাঁরা।

ইসিএলের জমিতে, ইসিএলের লিজপ্রাপ্ত যে খনি, সেখান থেকেই কয়লা চুরি হতো বলে অভিযোগ। একইসঙ্গে এই খনি পাহারার দায়িত্বে সিআইএসএফ। তদন্তকারীরা জেনেছেন, অর্থের বিনিময়ে কয়লা পাচারের পথ মসৃণ করার দায়িত্বে ছিলেন ইসিএলের কর্মীদের একটা অংশ। ইতিমধ্যেই ৭-৮ জন আধিকারিককে গ্রেফতারও করেছে সিবিআই। তবে সিআইএসএফের কাউকে গ্রেফতার এই প্রথম।

এদিন আনন্দকুমার সিং ও সুনীলকুমার ঝাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। নোটিস পাঠিয়ে ডেকে পাঠানো হয় তাঁদের। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। আসানসোলে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে, শুক্রবার সেখানে হাজির করানো হবে তাঁদের। সিবিআই মনে করছে, এই কয়লা পাচারকাণ্ডে ইসিএলের আরও প্রাক্তন কিংবা কর্মরত আধিকারিক যুক্ত থাকতে পারেন। সিআইএসএফেরও কেউ কেউ যুক্ত বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।

এই গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এখন তো শুনছি ইসিএলের প্রাক্তন কর্তা গ্রেফতার। এর আগে শুনলাম গরু পাচার মামলায় ইডির চার্জশিটে অন্য় কথা। আমরা বারবারই বলছি, বিজেপি নেতারা সমস্ত জায়গায় কুৎসা করছে, কয়লার মন্ত্রকটা তো কেন্দ্রের। পাহারা দেয় কেন্দ্রের লোক। তা বেছে বেছে শুধু এখানে এসে কুৎসা করলে হবে? “

Next Article