কলকাতা: কয়লাকাণ্ডে অনুপ মাজি ওরফে লালাকে পলাতক ঘোষণা করল সিবিআইয়ের বিশেষ আদালত। অন্যদিকে কয়লা ও গরু পাচারকাণ্ডে এবার বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রর নামেও লুকআউট নোটিস জারি করল সিবিআই।
দেশের সমস্ত বিমান বন্দর, জাহাজ বন্দর, সীমান্তে বিকাশ মিশ্র’র ছবি-সহ তথ্য পাঠিয়েছে সিবিআই। দেশের বাইরে যাতে না পালাতে পারে সে জন্যই এই পদক্ষেপ। ওয়াকিবহাল মহল মনে করছে, বিনয় মিশ্রর উপর চাপ বাড়াতে এবার আরও বেশি করে কৌশলী তদন্তকারীরা।
বুধবার আসানসোলের সিবিআই আদালতে লালাকে ‘Proclaimed Offender’ বা পলাতক ঘোষণা করা হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল থেকে লালার পুরুলিয়ার বাড়ি-সহ আসানসোল, দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকায় তাঁর ছবি ও তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে সেই বিষয়গুলি লিখে পোস্টার দেওয়া হবে।
আরও পড়ুন: একুশের ভোটের আগে পিকের ‘পঞ্চবাণ’, পাঁচ জেলায় বিশেষ নজর তৃণমূলের
লালার বাড়িতেও দেওয়া হবে পোস্টার। একইসঙ্গে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হবে। একমাসের মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালাকে। না হাজির হলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।