
কলকাতা: কমান্ডো নিয়ে অপারেশন সফল কলকাতা পুলিশের STF-এর। পটনায় চন্দন মিশ্র হত্যাকাণ্ডে আনন্দপুরের গেস্ট হাউস থেকে গ্রেফতার মূল চক্রী তৌসিফ ওরফে বাদশা। বিহার এসটিএফ সূত্রে খবর, বাদশা কলকাতায় আসছে সেই খবর পেয়ে আগে থেকেই ওৎ পেতে বসেছিল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। এরইমধ্যে জানা যায় আন্দনপুরের গেস্ট হাউসে গা ঢাকা দিয়েছে। খবরটা কনফার্ম হওয়ার পরেই কলকাতা পুলিশের STF এর কমান্ডো বাহিনীকে ডাকা হয়।
আনন্দপুরের গেস্ট হাউসে লুকিয়ে আসছে সে ব্যাপারে নিশ্চিত হওয়ার পর কলকাতা পুলিশের STF কমান্ডো বাহিনীকে ডাকে। ঘিরে ফেলেগেস্ট হাউস। গোটা বাদশা টিমকে আটক করার পরেই জানানো হয় বিহার পুলিশকে। বাদশার সঙ্গেই গ্রেফতার শচিন সিং, হরিশ সিং, ইউনূস খান। তাঁদের সঙ্গে থাকা এক মহিলাকেও আটক করা হয়েছে বলেই খবর বিহার পুলিশ সূত্রে।
এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে
ধৃতদের ব্যবহার করা একটি গাড়ি উদ্ধার করেছে বলে খবর। গ্রেফতার করার সময় একজন জখম হয়েছে বলেও জানা যাচ্ছে বিহার পুলিশ থেকে। সূত্রের দাবি ,পুরুলিয়া জেলে বসেই চন্দন খুনের পরিকল্পনা হয়। প্রথমে ঠিক হয় জেলেই খতম করা হবে। কিন্তু প্ল্যান কাজ করেনি। তারপর শেরুর নির্দেশে চন্দনের ঘনিষ্ঠ একজন বন্ধুকে নিজেদের গ্যাংয়ে নিয়ে নেয়। তারপর প্যারোল পাওয়ার খবর পেতেই খতম। তাহলে কি চন্দনের হাসপাতাল থেকে ছাড়ার দিন পিছিয়ে যাওয়ার জন্য কাজ করেছে বাদশা গ্যাংয়ের প্রভাব? তদন্তে বিহার পুলিশের SIT।