West Bengal News Today Live: টার্গেট ছাব্বিশ! সল্টলেকে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে কৌশল-বৈঠকে শাহ

Breaking News in Bengali Live Updates: বাদ যাওয়া ৫৮ লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি, রোহিঙ্গা? অবৈধ ভোটার চিহ্নিত করা লক্ষ্য হলে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে কেন হল না SIR? যে রাজ্যে বেশি নাম বাদ সেখানে কেন মাইক্রো অজার্ভার নয়? এই রকমই একগুচ্ছ প্রশ্ন করতে চলেছে তৃণমূল।

West Bengal News Today Live: টার্গেট ছাব্বিশ! সল্টলেকে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে কৌশল-বৈঠকে শাহ
কলকাতায় অমিত শাহ Image Credit source: TV 9 Bangla

Dec 31, 2025 | 12:34 PM

LIVE NEWS & UPDATES

  • 31 Dec 2025 12:33 PM (IST)

    ৬ মাস পর শাহর সভায় দিলীপ

    • বেশ কয়েকটা মাস, বলতে গেলে বছর খানেক তাঁকে সেভাবে দলের কোনও বৈঠক-কর্মসূচিতে দেখা যায়নি। সামনেই মহারণ। ছাব্বিশের নির্বাচনের দামামা কার্যত এসআইআর আবহে বঙ্গে বেজে গিয়েছে। বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    • যদিও এবারের তাঁর সফর কলকাতাকেন্দ্রিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের পর দলীয় নেতৃত্বের সঙ্গে কোর কমিটির বৈঠক। আজ ফের বিধায়কদের সঙ্গে বৈঠক শাহ। আর সেই বৈঠকেই দেখা গেল দিলীপ ঘোষকে। ছ’মাস পর বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ।
    • লোকসভা নির্বাচনের পর জুনে সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ।
    • তারপর ৬ মাস আর কোনও দলীয় সাংগঠনিক বৈঠকে ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার অমিত শাহর বঙ্গ সফরে দেখতে পাওয়া গেল তাঁকে।
  • 31 Dec 2025 12:12 PM (IST)

    মতুয়া ইস্যুতে শমীক-শুভেন্দুদের মাথা না ঘামাতে বার্তা শাহর

    • মঙ্গলবার রাতে বঙ্গ বিজেপির কোর গ্রুপের সঙ্গে অমিত শাহর বৈঠকে মতুয়া প্রসঙ্গ ওঠে। ওই বৈঠকে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ছাড়াও বাংলায় দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।
    • সেই বৈঠকেই মতুয়াদের সংশয়, আশঙ্কা নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, মতুয়াদের সংশয়ের প্রসঙ্গ উঠতেই শাহ জানান, ভারতে আসা অমুসলিম সব শরণার্থী নাগরিকত্ব পাবেন।
    •  এই বিষয়টি নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে খুব বেশি মাথা না ঘামানোর পরামর্শ দেন তিনি। গোটা ব্যাপারটি নিজেই দেখে নেবেন বলে জানান।

    বিস্তারিত: তাহলে কি বড় আশ্বাস? মতুয়া নিয়ে বঙ্গ বিজেপিকে মাথা না ঘামানোর পরামর্শ শাহের

  • 31 Dec 2025 12:05 PM (IST)

    শাহের বৈঠকে দিলীপ

    ভোটমুখী বাংলায় এসেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এরইমধ্যে শোনা যাচ্ছিল দলীয় বৈঠকে দেখা যেতে পারে দিলীপ ঘোষকে। শেষ পর্যন্ত খবর পাকা  হল। দীর্ঘদিন পরে দলীয় বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ। সেক্টর ফাইভের হোটেলে এলেন তিনি। লোকসভা ভোটের পরে জুন মাসে সল্টলেক দফতরে সাংগঠনিক বৈঠক এসেছিলেন দিলীপ ঘোষ। তারপরে আবার এই বৈঠকে এলেন তিনি।

    দিলীপ ঘোষ

  • 31 Dec 2025 12:04 PM (IST)

    ‘আইন বিরুদ্ধে’

    • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
    • নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কেউ অভিযোগ জানাতেই পারেন। তা যে কোনও ব্যক্তির গণতান্ত্রিক অধিকার।
    • সংসদীয় আইন অনুযায়ী, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। ধারা ১৬ অনুযায়ী তা বলা হয়েছে।
    • তারপরেও পুলিশ এফআইআর দায়ের করলে তা আইনের বিরুদ্ধে হবে। প্রসঙ্গত, গত সোমবার পুরুলিয়ার পারা এলাকার চৌতালা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝির দেহ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে।
    • পরিবারের দাবি, শুনানির আতঙ্কেই আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
    • মঙ্গলবার চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের চিফ ইলেক্ট্রল অফিসার মনোজ আগারওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন দুর্জনের ছেলে।
  • 31 Dec 2025 10:28 AM (IST)

    কোন কোন প্রশ্ন করতে চলছে তৃণমূলের প্রতিনিধি দল?

    • বাদ যাওয়া ৫৮ লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি, রোহিঙ্গা? 
    • অবৈধ ভোটার চিহ্নিত করা লক্ষ্য হলে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে কেন হল না SIR? 
    • যে রাজ্যে বেশি নাম বাদ সেখানে কেন মাইক্রো অজার্ভার নয়?
    • ৪৫ শতাংশ ম্যাপিং বলা হলেও পরে ৮৯.৬৫ শতাংশ কীভাবে পাওয়া গেল? ক্ষমা চাইবে কমিশন? 

কলকাতা: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছে তৃণমূল। ৫ দফা প্রশ্ন নিয়ে দিল্লিতে নির্বাচন সদনে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকছেন ডেরেক ওব্রায়েন। থাকছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, মমতাবালা ঠাকুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ৯ জন প্রতিনিধি। কোন যুক্তিতে ১ কোটি ৩৬ লক্ষের নাম নিয়ে প্রশ্ন তুলছে কমিশন এই প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে করতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল।