
কলকাতা: রাম নবমীর আগে সতর্ক পুলিশ। কসবা থানার আধিকারিকদের সঙ্গে বৈঠক পুলিশ কমিশনার মনোজ ভার্মার। উৎসবে কেউ বাধা দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র নিয়ে রাস্তায় বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা। এমনই কড়া বার্তা দিয়েছেন সিপি।
মঙ্গলবার তিলজলা, গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।
এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ, হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য পুলিশ গ্রেফতারও করেছে। তাই রাম নবমীর দিন যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এ দিন মনোজ ভার্মা বলেন, “কোনও রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারনায় না থাকেন যে কোনও অ্যাকশন নেওয়া হবে না।”