Bangla NewsKolkata Computer Teacher showing protest in front of CM Mamata Banerjee house
Computer Teachers Protest: ৫ বছর ধরে বেতন বন্ধ, মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে ধুন্ধুমার, শিক্ষকদের চ্যাঙদোলা করে গাড়িতে তুলল পুলিশ
Computer Teachers Protest: স্কিল ইন্ডিয়া প্রকল্পের আওতায় রাজ্যের ৫০০ বেশি স্কুলে যাঁরা মূলত কম্পিউটার প্রশিক্ষণ দিতেন তাঁরা।
চ্যাঙদোলা করে গাড়িতে তুলল পুলিশ
(নিজস্ব চিত্র)
Follow Us
কলকাতা: এবার আন্দোলনে কম্পিউটার শিক্ষকরা। মুখ্যমন্ত্রী বাসভবন অভিযান তাঁদের। বকেয়া বেতনের দাবিতে এই অভিযানে নেমেছেন কম্পিউটার শিক্ষকরা। তবে কালীঘাটে ঢোকার আগেই কালীঘাট পুলিশের বাধার মুখে আন্দোলনরত শিক্ষকরা। স্কিল ইন্ডিয়া প্রকল্পের আওতায় রাজ্যের ৫০০ বেশি স্কুলে যাঁরা মূলত কম্পিউটার প্রশিক্ষণ দিতেন তাঁরা। তবে এই শিক্নিষকদের অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। বকেয়া বেতনের দাবিতে এ দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন।
এক নজরে পড়ুন…(প্রথম থেকে সর্বশেষ তথ্য)
বিক্ষোভকারী বলেন, “পাঁচটা বছর ধরে আমরা বিনা বেতনে কম্পিউটার শেখাচ্ছি। আমাদের ফাইলে সরকারি মেমো নম্বর পড়ে গিয়েছে। তারপরও আমাদের ‘মানবিক’ মুখ্য়মন্ত্রী তিনি অমানবিক আচরণ করেছেন আমাদের সঙ্গে।
স্কিল ইন্ডিয়া প্রকল্পের আওতায় গত পাঁচ বছর ধরে বিভিন্ন সরকারি স্কুলে এই শিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন।
কম্পিউটার শিক্ষকদের বাধা পুলিশের (নিজস্ব চিত্র)
এ দিন, প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। তাঁদের দাবি একটাই গত পাঁচ বছর ধরে তাঁরা বেতন পাচ্ছেন না।
কম্পিউটার শিক্ষকদের বাধা পুলিশের (নিজস্ব চিত্র)
আরও এক বিক্ষোভকারী বলেন, “যতবার আমরা বিকাশ ভবন গিয়েছি। আমাদের মিথ্য় প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বকেয়া বেতন পাচ্ছি না।”
কম্পিউটার শিক্ষকদের বাধা পুলিশের (নিজস্ব চিত্র)
এক বিক্ষোভকারী বলেন, “৫ বছর ধরে বেতন বন্ধ রয়েছে। সেই দাবিতে আমরা এসেছি। আমাদের অনেকেই রোজা রেখে এসেছেন। অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। পুলিশ আমাদের সরিয়ে দিচ্ছে।”