কলকাতা: শুক্রবার দুপুর ১টা থেকে শুরু হচ্ছে বিধানসভার (Assembly) বাদল অধিবেশন। এদিকে রীতি মেনে প্রতি অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনা হয়। এবারও আনা হবে। মৃত্যু হওয়া রাজনীতিকদের সঙ্গে সমাজের বিভিন্ন জগতের বিশিষ্ট জনদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারের শোক প্রস্তাবের তালিকায় রয়েছেন ৭ জন। তবে এবার বিশেষভাবে তালিকায় জায়গা পাচ্ছেন বিখ্যাত বলিউডি গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে (Bollywood Singer KK)।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতায় গানের অনুষ্ঠানে এসে আচমকা মৃত্যু হয় কেকে-র। নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। তবে তাঁর আমচমকা মৃত্যু নিয়ে হয়েছে নানা বিতর্ক। অব্যবস্থার অভিযোগে প্রশ্নের মুখে পড়ছে নজরুল মঞ্চের দায়িত্বে থাকা আধিকারিকেরা। একইসঙ্গে, প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা। অন্যদিকে কেকে-র মৃত্যুর মমতার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন দেশের অগনিত কেকে-র ভক্তেরা। তবে এবার সেই কেকে-র মৃত্যুতেই বিধানসভায় শোক প্রস্তাবের খবরে নতুন করে চর্চা শুরু হয়েছে নাগরিক মহলে।
শুক্রবার থেকে অধিবেশন শুরু হলেও তা চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। এবারের অধিবেশনেই বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে বিলের সঙ্গেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা সংক্রান্ত বিলও আসার কথা রয়েছে এবারের অধিবেশনে। তবে এসএসসি দুর্নীতি নিয়ে উত্তাল হতে পারে এবারের অধিবেশন। এদিকে শুভেন্দু অধিকারী সহ সাতজন বিধায়ক সাসপেন্ড রয়েছেন। সে কারণেই অধিবেশন বয়কটের ভাবনা রয়েছে বিজেপির। তবে শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায় সেদিকে নজর রয়েছে সকলের।