AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar: ‘হৃদয়বিদারক’, আরজি করের নৃশংস ঘটনা নিয়ে মমতাকে বার্তা প্রিয়ঙ্কার

RG Kar: বিরোধী ইন্ডিয়া জোটে রয়েছে কংগ্রেস ও তৃণমূল। এই পরিস্থিতিতে আরজি করের ঘটনা নিয়ে প্রিয়ঙ্কার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "প্রিয়ঙ্কার আবেগ আর মমতার আবেগ একই জায়গায় আছে।"

RG Kar: 'হৃদয়বিদারক', আরজি করের নৃশংস ঘটনা নিয়ে মমতাকে বার্তা প্রিয়ঙ্কার
আরজি করের ঘটনা নিয়ে রাজ্য সরকারকে বার্তা প্রিয়ঙ্কা গান্ধীর
| Updated on: Aug 12, 2024 | 6:07 PM
Share

কলকাতা: আরজি কর হাসপাতালে পিজিটি চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় উত্তাল রাজ্য। কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তিনদিন পর ইস্তফা দিয়েছেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন ‘তিলোত্তমা’-র বাবা-মার সঙ্গে। এই অবস্থায় সোমবার আরজি করের ঘটনায় মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। আরজি করের নৃশংস ঘটনাকে হৃদয়বিদারক বললেন। একইসঙ্গে কড়া পদক্ষেপের আবেদন জানালেন মমতা সরকারের কাছে।

সোমবার এক্স হ্যান্ডলে প্রিয়ঙ্কা লেখেন, “কলকাতার আরজি কর হাসপাতালে ট্রেনি চিকিৎসককে নির্যাতন ও খুনের ঘটনা হৃদয়বিদারক। কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষা বড় ইস্যু ও এর জন্য বড় পদক্ষেপ দরকার। রাজ্য সরকারের কাছে আমার আবেদন, এই ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপ করা হোক। যাতে মৃতের পরিবার ও অন্য চিকিৎসকরা ন্যায় পান।”

বিরোধী ইন্ডিয়া জোটে রয়েছে কংগ্রেস ও তৃণমূল। এই পরিস্থিতিতে প্রিয়ঙ্কার এই বার্তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “প্রিয়ঙ্কার আবেগ আর মমতার আবেগ একই জায়গায় আছে। এটা মমতার বাংলা। বাম বা বিজেপির রাজ্যের মতো এখানে ঘটনা হয় না। তবু একটা ঘটনাও বা হবে কেন?”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)