
কলকাতা: ওবিসি সংরক্ষণ নিয়ে গত মঙ্গলবার হাইকোর্টে নতুন করে ধাক্কা খেয়েছে রাজ্য। নতুন করে জারি করা বিজ্ঞপ্তির উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আর এবার আরও বাড়ল বিড়ম্বনা। আদালত অবমাননার মামলা হল রাজ্যের বিরুদ্ধে।
ওবিসি মামলার জটে আটকে আছে ভর্তি থেকে নিয়োগ। এরই মধ্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অভিযোগ, স্থগিতাদেশ দেওয়ার পরও চালু রয়েছে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টাল। পোর্টালে ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরির উল্লেখ রয়েছে। রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব শ্রেণিকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে সেখানে।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন পোর্টাল খোলা হল, সেই প্রশ্ন তুলে আদালত অবমাননার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলায় রাজ্যের উচ্চশিক্ষা দফতর এবং মুখ্যসচিবকে পক্ষভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার পোর্টালের বিরুদ্ধে আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার মূল আবেদনকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের সূচনা করেন।
২০১০ সালের পরবর্তী রাজ্যের দেওয়া সব ওবিসি (OBC) সার্টিফিকেট বাতিল করা হয়েছিল আগেই। রাজ্যের বিধানসভাকে নতুন তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল। গত মঙ্গলবার নতুন একটি মামলায় ওই নতুন বিজ্ঞপ্তির উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। অভিযোগ, রাজ্য় নতুন নিয়ম মেনে তালিকা প্রস্তুত করেনি।