
কলকাতা: এদিকে এদিনই আবার বইমেলার ২ নম্বর গেটে দেখা গেল এক অন্যরকম ছবি। গায়ক, লেখক, সুরকার প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ জানেন না, এমন বাঙালি খুবই কম। ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে মারা যান প্রতুলবাবু। তাই ৪৯ তম বইমেলায় প্রতুল মুখোপাধ্যায়ের নামে উৎসর্গ করে গেট করা হয়েছে। কিন্তু দেখা গেল সেখানে প্রতুল মুখোপাধ্যায় নামের নিচে লেখা ১৯৪২- ১৯২৫! কিন্তু টিভি৯ বাংলার ক্যামেরায় সেই ছবি তোলার মিনিট পনেরোর মধ্যে পরিবর্তন হয়ে গেল সাল। নিচের লেখায় দেখা গেল ১৯৪২-২০২৫! তা নিয়ে বেশ চাপানউতোরও হয়।
অন্যদিকে এবার কলকাতা বইমেলার অন্যতম প্রধান আকর্ষণ ‘কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল’। চলবে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি। অন্যদিকে এদিন গিল্ডের পক্ষ থেকে সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তীর হাতে গিল্ডের ‘জীবনব্যাপী সাহিত্য সম্মান’ দেওয়া হচ্ছে। পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা। এবারই গৌতম ঘোষের হাতে উঠছে ‘সমরেশ মজুমদার পুরস্কার’।
অন্যদিকে প্রতিবারের মতো এবারও এসবিআই অডিটোরিয়ামে বসছে সাহিত্য আড্ডা-আলোচনার বিরাট আসর। অংশ নিচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, উল্লাশ মল্লিক এবং শ্রীজাতর মতো ব্যক্তিত্বরা। ২৫ জানুয়ারি সন্ধ্যায় সঙ্গীতের ডালি নিয়ে হাজির থাকছেন অনুপম রায়। এ ছাড়া বিশ্বখ্যাত লেখিকা কিরণ দেশাই ও সন্দীপ রায়ের বিশেষ কথোপকথনে উঠে আসবে সাহিত্য-সফরের কথা। গতবারের বইমেলায় ২৭ লক্ষ ভিড়ের রেকর্ড হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে যাবে বলেই মনে করছে গিল্ড। দীর্ঘ ১৪ বছর পর এবার বইমেলায় ফিরছে চিন। থাকছে স্টল। ৩ ফেব্রুয়ারি চলবে এবারের বইমেলা।