কলকাতা: করোনা এবং গরম পাল্লা দিয়ে বাড়ছে। এই দুই বিষয়ই এখন রাজ্য প্রশাসনের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিকে মাথায় রেখে এক -দু দিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিবকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফের একবার সরকারি দফতরগুলিতে স্যানিটাইজেশন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করতে বলা হবে ওই নির্দেশিকায়। গরম নিয়েও নির্দেশিকা থাকতে পারে।
গরমের কারণে ইতিমধ্যেই স্কুল, কলেজ ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে সাতদিনের জন্য বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও গরমের দুপুরে খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর কথাও বলেছেন তিনি। যেভাবে সপ্তাহ জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে প্রশাসন কোনও বিশেষ ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, দেশ জুড়ে বাড়ছে করোনার প্রকোপ। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চায় না রাজ্য সরকার। কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে ব্যাপারেই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, বাধ্যতামূলক হতে পারে মাস্কের ব্যবহার।
সম্প্রতি কলকাতায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যুও হয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এক দিনে ১১ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য করোনা নিয়ে বিশেষ বৈঠক করেন। করোনার প্রকোপ যে ধাপে ধাপে বাড়বে, সে ব্যাপারেও সতর্ক করেছিলেন তিনি। এবার রাজ্যেও বাড়ছে সতর্কতা।