ফ্ল্যাটে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল দেহ, করোনায় মৃতদেহ নিয়ে চূড়ান্ত হয়রানি

May 01, 2021 | 7:02 AM

পুরসভা জানিয়েছে, কোভিড (COVID-19) রোগীর মৃতদেহ সৎকারে কোনওরকম গাফিলতি করা চলবে না। নবান্নও নোডাল অফিসার নিয়োগ করেছে।

ফ্ল্যাটে ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল দেহ, করোনায় মৃতদেহ নিয়ে চূড়ান্ত হয়রানি
নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: ফের ঘণ্টার পর ঘণ্টা ফ্ল্যাটে কোভিড রোগীর মৃতদেহ পড়ে থাকার অভিযোগ। গড়িয়াহাট থানা এলাকার ঘটনা। অভিযোগ শুক্রবার গড়িয়াহাট থানা এলাকায় ঘটনাটি ঘটে।  পুলিশকে জানানো হলেও তারা দীর্ঘক্ষণ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। যদিও গভীর রাতে পুলিশই দেহ নিয়ে যায়।

নিহত ওই মহিলার নাম সন্ধ্যা মাহাতো। বয়স ৪৯ বছর। ১৯ নম্বর ফার্ন রোডের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সন্ধ্যাদেবী। করোনার নানা উপসর্গও ছিল শরীরে। করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এর পর ঘরেই আইসোলেশনে থাকছিলেন তিনি।

শুক্রবার দুপুরে হঠাৎই ফ্ল্যাটের লোকজন তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে গড়িয়াহাট থানায় জানান। পরে ঘরের দরজা ভেঙে দেখা যায় সন্ধ্যাদেবীর নিথর দেহ পড়ে রয়েছে। অভিযোগ, পুলিশকে জানানো সত্ত্বেও এর পর কয়েক ঘণ্টা কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফ্ল্যাটের অন্যান্য পরিবারগুলিও আতঙ্কিত হয়ে পড়ে।

আরও পড়ুন: কোভিড রোগী ভর্তি করাতে গিয়ে চরম হয়রানি, স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে ক্ষোভ

সম্প্রতি পুরসভা জানিয়েছে, কোভিড রোগীর মৃতদেহ সৎকারে কোনওরকম গাফিলতি করা চলবে না। এর জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। তদারকির জন্য বিশেষ আধিকারিকও নিয়োগ করা হয়েছে। নবান্নও নোডাল অফিসার নিয়োগ করেছে এই একই কাজে। তাঁদের নাম ফোন নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। অথচ তারপরও একই ঘটনার অভিযোগ খাস কলকাতায়।

Next Article