Kolkata Municipal Corporation: দুয়ারে করোনা! জরুরি বৈঠকে ডেপুটি মেয়র, কী কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা?

Kolkata Municipal Corporation: তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১৪জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। কলকাতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। যদিও তাঁরা প্রত্যেকে বাড়িতেই রয়েছেন। এমতাবস্থায় এবার একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণের পথে কলকাতা পুরসভা।

Kolkata Municipal Corporation: দুয়ারে করোনা! জরুরি বৈঠকে ডেপুটি মেয়র, কী কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা?
ডেপুটি মেয়র অতীন ঘোষ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 27, 2025 | 6:28 PM

কলকাতা: দুয়ারে করোনা, কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪, ত্রুটি রাখতে নারাজ পুরসভার স্বাস্থ্য বিভাগ, উচ্চ পর্যায়ের বৈঠকে একাধিক সিদ্ধান্ত। করোনা মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ, জানালেন অতীন ঘোষ। জনস্বাস্থ্যের স্বার্থে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের আশ্বাস ডেপুটি মেয়রের। অন্যদিকে ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তবে খুব বেশি উদ্বেগের বিষয় এখনই নেই বলেই দাবি করছেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। এমতাবস্থায় এবার করোনা নিয়ে সাবধানী পদক্ষেপ কলকাতা পুরসভার। তা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। 

মঙ্গলবার কলকাতা পৌরসভার সদর দফতরে করোনা নিয়ে জরুরি বৈঠক করলেন স্বাস্থ্য বিভাগের বিভাগের মেয়র পরিষদ সদস্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। বৈঠকের শেষে বললেন, মাস্ক ব্যবহার করা ও সামাজিক দুরত্ব বজায় রাখা উচিত। কারণ কারো সর্দি-কাশি হলে, সেই সংক্রমণ অন্য কারও শরীরে ছড়াতে পারে। তাই মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়ার কথা বলছেন তিনি। 

দেওয়া হল কোন কোন নির্দেশ? 

তবে শ্বাসনালীর সমস্যা আছে এমন রোগীদের আলাদাভাবে নজর রাখা হবে বলে ঠিক হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের আধিকারিক এবং কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ফের আগের মতো বাড়ি বাড়ি ঘুরবেন আশা কর্মীরা। কতজন জ্বরে আক্রান্ত, কী ওষুধ দিচ্ছেন, কারা হাসপাতালে ভর্তি রয়েছেন সব তথ্যই থাকবে তাঁদের হাতে। তারপর তা চলে যাবে প্রশাসনের দুয়ারে। 

তথ্য বলছে, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে ১৪জন করোনা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। কলকাতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। যদিও তাঁরা প্রত্যেকে বাড়িতেই রয়েছেন। গতবার করোনার সময় যে ধরনের তৎপরতা এবং সক্রিয়তা বিভাগীয় আধিকারিক এবং কর্মীদের তরফে দেখতে পাওয়া গিয়েছিল, সেই তৎপরতাই যেন এবার থাকে, উপরমহল থেকে সে কথাই বলা হয়েছে বৈঠকে। 

সংক্রমণ এড়াতে ভিড়ের জায়গা এড়িয়ে চলতে পরামর্শ স্বাস্থ্য বিভাগের। নিয়মিত হাত জল দিয়ে পরিষ্কার করা ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ অতীন ঘোষের। তবে এবারে করোনা ক্ষমতা প্রাণঘাতী নয় বলে দাবি তাঁর। তবে সতর্কতার ক্ষেত্রে যেন কোন ত্রুটি না থাকে তার জন্য এদিন বৈঠক থেকে যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কী কী বিধি এক্ষেত্রে মেনে চলা উচিত, সে ব্যাপারে কলকাতা পৌরসভার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র একটি করে পোস্টার সাঁটানো থাকবে। তাতেই যাবতীয় তথ্য এবং নির্দেশ লেখা থাকবে।