
কলকাতা: বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে জল্পনা। মৃত বা নিখোঁজ ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ফের এল চিঠি। আর সেই চিঠি থেকেই বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা আরও জোরাল হচ্ছে।
সিইও দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লির নির্বাচন কমিশনের দফতর থেকে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে, গোটা দেশেই এসআইআর হবে। বিহারের মতোই সব রাজ্যের সিইও-কে তাই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়। যেহেতু বিএলও বা ব্লক লেভেল অফিসাররা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন, তাই বিএলও নিয়োগ শুরু করার কথাও বলা হয়েছে।
রাজ্যের সরকারি দফতরের কর্মীদেরই বিএলও হিসেবে নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে চিঠিতে বলা হয়েছে, থানা প্রতি একজন করে বিএলও নিয়োগ করতে হবে। এছাড়া প্রতি ১০টি থানা মিলিয়ে একজন করে বিএলও সুপারভাইজার থাকবেন। অবিলম্বে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে।
ইতিমধ্যেই রাজ্যে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ১০৯ টি বিধানসভা এলাকার নাম প্রকাশ করে ফেলেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআরে (SIR)। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া জেলার প্রায় শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।