
কলকাতা: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাঁর জামিন বহাল রাখল বিশেষ ইডি আদালত। রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি যে আবেদন করেছিল, তা খারিজ করে দিলেন বিচারক শুভেন্দু সাহা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন রাজ্যের কারামন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে অবশ্য কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বিকেল ৫টার আগে ছেড়ে দিতে হবে। বিচারক এদিন আরও নির্দেশ দিয়েছেন, ২ দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে না পারলে রাজ্য়ের মন্ত্রীকে ফের সমন পাঠাতে পারবে ইডি। এদিন আদালতের রায়ের পর চন্দ্রনাথ বলেন, “আদালতের উপর আমার আস্থা রয়েছে। ভবিষ্যতেও থাকবে।”
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের নাম জড়ানোর পরই গত বছরের মার্চে তাঁর বোলপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করেছিল নগদ ৪১ লক্ষ টাকা। তবে তখন তাঁকে গ্রেফতার করা হয়নি। গত শনিবার ইডির আইনজীবী আদালতে যুক্তি দেন, “তখন রাজ্যের কারামন্ত্রীকে গ্রেফতার করা হলে তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিরা সতর্ক হয়ে যেতেন। ওঁর লার্জার কানেকশন আছে। আমরা বাকি তথ্য পেতাম না। এখন আমরা সব তথ্য জোগাড় করেছি। তাই হেফাজতে চাইছি।”
মন্ত্রীর বিরুদ্ধে কিছুদিন আগে চার্জশিট জমা দেয় ইডি। তারপরই গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেন চন্দ্রনাথ। সেইসময়ই ৭ দিনের হেফাজতে চেয়েছিল ইডি। কিন্তু, জামিন পান চন্দ্রনাথ। পরে তাঁর জামিনের মেয়াদ ফের বাড়ানো হয়। শনিবার আদালতে চন্দ্রনাথকে ৭ দিনের হেফাজতে চেয়ে সওয়াল করেন ইডির আইনজীবী। ইডির হেফাজতের আবেদনের বিরোধিতা করেন চন্দ্রনাথের আইনজীবী। তিনি যুক্তি দেন, “তদন্তের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কী তদন্ত করতে চাইছে?”
দুই পক্ষের সওয়াল শেষে গত শনিবার বিচারক শুভেন্দু সাহা জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুর ২টায় ইডির আবেদন নিয়ে রায় ঘোষণা করবেন তিনি। কিন্তু, গতকাল ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয় কলকাতা। ফলে গতকাল আইনজীবীরা বিচারভবনে কোনও মামলায় অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। ফলে এজলাসে বসেননি বিচারক। আদালত জানিয়ে দেয়, বুধবার ইডির আবেদন নিয়ে রায় ঘোষণা করবেন।
এদিন আদালতে ঢোকার আগে চন্দ্রনাথকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন, তাঁর জামিন কি বহাল থাকবে? তিনি উত্তর দিয়েছিলেন, “আপনারা ভাল জানেন।” শেষমেশ দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী। আগামী ২ দিন ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলেও তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যাবে।
বিচারক তাঁর জামিন বহাল রাখার পর আদালত থেকে বেরিয়ে চন্দ্রনাথ বলেন, “আদালতের উপর আমার আস্থা রয়েছে। ভবিষ্যতেও থাকবে। জ্ঞানত কোনও অন্যায় করিনি। বিচারব্যবস্থা সঠিক সিদ্ধান্ত নিয়েছে।” আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দাগেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। রাজ্যের ভাবমূর্তিতে কালো দাগ লাগাতে ইডি উঠেপড়ে লেগেছে বলে তিনি অভিযোগ করেন। এখন দেখার, ২ দিন জিজ্ঞাসাবাদের পর ইডি কী পদক্ষেপ করে?