হাসপাতাল বলছে অক্সিজেনের মাত্রা কমে মৃত্যু, তবে রোগীর মাথায় আঘাতের চিহ্ন কেন! প্রশ্ন পরিবারের
মৃতের পরিবারের দাবি, রোগীর (COVID Patient) সঙ্গে প্রথম দু' তিন দিন ফোনে কথা হলেও গত দু'দিন ধরে আর ফোন ধরছিলেন না।
বেহালা: ফের চিকিৎসার গাফিলতিতে করোনা (COVID-19) আক্রান্ত রোগীর মৃত্যুর অভিযোগ উঠল জোকা মেডিকেল কলেজ অ্যান্ড ইএসআই হাসপাতালের বিরুদ্ধে। ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড লাগোয়া এলাকার বাসিন্দা রাজিয়া হোসেনের (৬৬) শরীরে সম্প্রতি কোভিড-১৯ ধরা পড়ে। সোমবার তাঁকে জোকা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃতের পরিবারের দাবি, রোগীর সঙ্গে প্রথম দু’ তিন দিন ফোনে কথা হয়। অক্সিজেন মাত্রাও ঠিকঠাক রয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, গত দু’দিন ধরে আর ফোন ধরছিলেন না রাজিয়া। এদিকে শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়, রাজিয়া হোসেনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই ভারতে মিলবে এই ৮ টিকা! জেনে নিন সবকটি ভ্যাকসিনের বৃত্তান্ত
পরিবারের দাবি, রাজিয়ার মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। অথচ অক্সিজেন মাত্রা কমে যাওয়ায় রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তাদের অভিযোগ, অক্সিজেনের মাত্রা কমে নয়, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মৃত্যু। পড়ে গিয়ে মাথায় গভীর চোট লেগে এই মৃত্যু হতে পারে বলে মনে করছেন রাজিয়ার বাড়ির লোকজন। এ বিষয়ে মৃতের পরিবারের তরফে জোকা ইএসআই হাসপাতালের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।