
কলকাতা: ওমিক্রন নিয়ে কলকাতায় আতঙ্ক তৈরি হয়েছে গতকাল থেকেই। আজ ফের বিদেশ থেকে ফেরা এক ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তবে সার্বিক করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তি দিচ্ছে। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬২৮। আজ সেই সংখ্যা কমেছে আরও কিছুটা। দৈনিক আক্রান্তের সংখ্যা আজ ৬১০।
তবে মৃতের সংখ্যে গতকালের তুলনায় বেড়েছে। একদিনে করোনার বলি হয়েছেন ১০ জন। শুধু উত্তর ২৪ পরগনাতেই ৫ জনের মৃত্যু হয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণ কমেছে অনেকটাই। পরপর কয়েকদিন কোনও মৃত্যুও হয়নি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১২ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। সেই সঙ্গে কমেছে পজিটিভিটি রেটও। শনিবারের বুলেটিন অনুযায়ী, সেই হার ১.৬৩ শতাংশ।
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০ ।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১১ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-৫।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৬ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-২।
আরও পড়ুন: আতঙ্ক বাড়ছে কলকাতায়! ওমিক্রন সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি বাংলাদেশ ফেরত বৃদ্ধ