Corona Update: বঙ্গে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ১৫ হাজার, মৃত ১৯
Corona Update: বুধবারের তুলনায় সংক্রমণ বেড়েছে ১ হাজারের কিছু বেশি। বাড়ল পজিটিভিটি রেটও।
কলকাতা : নতুন বছরের শুরুতেই কোভিডের দাপাদাপি ফের বন্দি করেছে সাধারণ মানুষকে। ভাইরাসকে সঙ্গী করেই যখন জীবনযাত্রা এগিয়ে নিয়ে যেতে শিখে ফেলেছে মানুষ, তখনই আবার নতুন ভ্য়ারিয়েন্টের দাপট উড়িয়েছে স্বস্তি। বুধবারের পর বৃহস্পতিবারও বাংলায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। যদিও গত কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা যে ভাবে লাফ দিয়েছে, আজ তার হার কিছুটা কম। বুধবারের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে এক হাজারের কিছু বেশি।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২১, বুধবার যে সংখ্যাটা ছিল ১৪ হাজার ২২। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। বুধবারের তুলনায় পজিটিভিটি রেট বেড়েছে কিছুটা। বুধবার যে হার ছিল ২৩.১৭ শতাংশ, বৃহস্পতিবার সেটাই বেড়ে হয়েছে ২৪.৭১ শতাংশ।
কোন জেলায় কত আক্রান্ত একনজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ২৫। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ২।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ২।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
মালদহ– গতকাল আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার- ০।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৩৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮২ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার- ০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১২৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪৬ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার- ১।
হুগলি– গতকাল আক্রান্ত ৬৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৩ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার- ২।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৫৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৩৪ জন। মৃত্যু: বুধবার-৫, বৃহস্পতিবার- ৭।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮৩ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার- ২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৬১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৮৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ৩।
আরও পড়ুন : Mamata Banerjee: ‘ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যুর খবরটাই বড় হল?’ মমতা বললেন, ‘এগোলেও দোষ! পিছলেও দোষ’