কলকাতা : ১৬ মার্চ, বুধবার থেকে শুরু হচ্ছে করোনা টিকাকরণের নতুন অধ্যায়। এবার টিকা দেওয়া হবে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের। কলকাতা পুরসভাও সেই টিকা দিতে প্রস্তুত। মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে সেই প্রস্তুতির কথা জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ৮৮ হাজার ডোজ় কর্বেভ্য়াক্স এসে গিয়েছে পুরনিগমে। স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেতও মিলেছে। ফলে বুধবার থেকেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য এই ভ্যাকসিন দিতে শুরু করবে পুরনিগম।
অতীন ঘোষ জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ৩৭ টি ভ্যাকসিন সেন্টারকে কাজে লাগাবে পুরনিগম কর্তৃপক্ষ। রাজ্য স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই জানিয়েছে কো- ভ্যাকসিন এবং কর্বেভ্য়াক্স একসঙ্গে দেওয়া যাবে না, একই সেন্টার থেকে। তাই আপাতত রাজ্য স্বাস্থ্য দফতরের সবুজ সঙ্কেতের জন্য অপেক্ষা করছে পুরনিগম। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে সদ্য। সামনে হোলির ছুটি। তাই স্কুলে স্কুলে এই ভ্যাকসিন দেওয়ার কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করবে কলকাতা পুরনিগম। তবে তার আগেই ভ্যাকসিন সেন্টারগুলি থেকে টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সীদের বায়োলজিক্যাল-ই সংস্থার কর্বেভ্য়াক্স টিকা দেওয়া হবে। দ্য ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অব ইমিউনাইজেশন ছোটদের করোনা টিকা দেওয়ার সুপারিশ করেছে, তারপরই এই নির্দেশিকা প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রক। ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার পাশাপাশি, ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ় দেওয়ার ক্ষেত্রেও কো-মর্বিডিটির যে নিয়ম রয়েছে, তাও বদল করা হয়েছে সম্প্রতি। এবার থেকে কো-মর্বিডিটি না থাকলেও ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ় দেওয়া হবে।
এ দিন ডেপুটি মেয়র অতীন ঘোষ আরও জানিয়েছেন, কলকাতা পুরনিগম মশা বাহিত রোগের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করেছে। মার্চের প্রথম দশ দিনে মশাবাহিত রোগের ক্ষেত্রে গাফিলতির অভিযোগে বেশ কিছু নাগরিকের থেকে জরিমানা নেওয়া হয়েছে। এই জরিমানা থেকে পুরসভার আয় হয়েছে চার লক্ষ ৫৫ হাজার টাকা। আরও কয়েকজন নাগরিককে জরিমানা করা হয়েছে যার মূল্য ২৯ লক্ষ ৫০ হাজার টাকা। বাড়িতে বা কোনও প্রতিষ্ঠানে মশা বাহিত রোগ সংক্রান্ত পুরনিগমের নির্দেশ পালন না করলে, যত্রতত্র জমা জল বা মশার উৎসস্থল থাকলে এ ভাবেই জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অতীন ঘোষ।
আরও পড়ুন : The Kashmir Files: প্রধানমন্ত্রীর বার্তার পরেই বঙ্গ বিজেপির সবাই ছুটছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে