COVID19 in Bengal: তৃতীয় ঢেউ যাওয়ার পথে বরাদ্দ কোটি টাকা, স্বাস্থ্য ভবনের নির্দেশে ফের বিতর্ক!

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jan 28, 2022 | 4:43 PM

West Bengal Health Department: স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ হয়েছে ৪ কোটি ৮৯ লক্ষ ৯৮ হাজার ১৬৫ টাকা।

COVID19 in Bengal: তৃতীয় ঢেউ যাওয়ার পথে বরাদ্দ কোটি টাকা, স্বাস্থ্য ভবনের নির্দেশে ফের বিতর্ক!
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: স্বাস্থ্য দফতরের আজব নির্দেশে ফের বিতর্ক বাংলায়। যাতে করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা মাথায় রেখে একাধিক পরিকাঠামো তৈরির বরাত দেওয়া হয়েছে! বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা! কিন্তু রাজ্যে করোনার তৃতীয় ঢেউ তো এসে চলে যাওয়ার পথে। সংক্রমণের সংখ্যা কমছে। তা হলে এখন কেন বরাদ্দ? প্রশ্ন বিরোধী দলের চিকিৎসক নেতাদের। বছর শুরুতেই আছড়ে পড়েছিল কোভিডের তৃতীয় ঢেউ। সেই ঢেউ শিখরে উঠে, এখন গ্রাফ অনেকটাই নিম্নমুখী। অনেকটাই কমেছে সংক্রমণের হার। এই পরিস্থিতিতে হঠাত্‍ই আজব নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর! যাতে সম্ভাব্য থার্ড ওয়েভকে মাথায় রেখে একগুচ্ছ পরিকাঠামো তৈরির বরাত দেওয়া হয়েছে।

স্বাস্থ্যখাতে মোট বরাদ্দ হয়েছে ৪ কোটি ৮৯ লক্ষ ৯৮ হাজার ১৬৫ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক, কবে, কোথায়, কত বরাদ্দ হয়েছে…

  • ১৮ জানুয়ারি
    রাজ্যের সাতটি মহকুমা হাসপাতাল
    পরিকাঠামো: সিসিইউ-এইচডিইউ বেড, মেডিক্যাল গ্যাস পাইপলাইন
    বরাদ্দ অর্থ: ৭৪ লক্ষ ২২ হাজার ১০৬ টাকাএস এসকেএম, আরজিকর, বি সি রায়, উত্তর দিনাজপুর, রামপুরহাট, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নন্দীগ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, ডায়মন্ড হারবার, দার্জিলিং, কোচবিহার, বীরভূম
    পরিকাঠামো: কোভিড আক্রান্ত শিশুদের জন্য হাব অ্যান্ড স্পোক মডেলে চিকিৎসা ইউনিট
    বরাদ্দ অর্থ: ৪৪ লক্ষ ৯১হাজার ৮৬৪
  • ১৯ জানুয়ারি
    বেলেঘাটা আইডি
    পরিকাঠামো: মেডিক্যাল অক্সিজেন ম্যানিফোল্ড
    বরাদ্দ অর্থ: ১৯ লক্ষ ৬৬ হাজার ০৪১ টাকা
  • মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ
    পরিকাঠামো: নিকু ইউনিটে অক্সিজেন আউটলেট, সাকশন আউটলেট
    বরাদ্দ অর্থ: ১ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকা
  • কে এস রায় টিবি হাসপাতাল
    পরিকাঠামো: মেডিক্যাল গ্যাস পাইপলাইন সিস্টেম
    বরাদ্দ অর্থ: ২ লক্ষ ২০ হাজার ৮৯৬ টাকা
  • ২১ জানুয়ারি
    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
    পরিকাঠামো: সিসিইউ-এইচডিইউ বেড, মেডিক্যাল গ্যাস পাইপলাইন, ল্যাবরেটরি, ডায়গনিস্টিক ফেসিলিটি
  • ২৫ জানুয়ারি
    জলপাইগুড়ি জেলা হাসপাতাল
    পরিকাঠামো: হাইব্রিড সিসিইউ, অগ্নি নির্বাপক
    পরিকাঠামো নির্মাণে ৪ লক্ষ ৭৮ হাজার ১৮৮ টাকা

এখানেই দানা বেঁধেছে বিতর্ক । বিরোধী দলের চিকিৎসক নেতারা বলছেন, তৃতীয় ঢেউ তো এসে, শেষ হওয়ার পথে… তাহলে এখন কেন পরিকাঠামো? নয়া নির্দেশে সম্ভাব্য তৃতীয় ঢেউ বলতেই বা কী বোঝানো হয়েছে? বিজেপি নেত্রী চিকিৎসক মধুছন্দা করের মন্তব্য, “করোনার তৃতীয় ঢেউ যখন শেষের পথে তখন স্বাস্থ্যখাতে এত খরচ কেন  করা হচ্ছে? সরকার কি  করোনা খাতের খরচের একটি হিসেব তুলে ধরে প্রমাণ করতে চাইছেন যে করোনা মোকাবিলায় সরকার পদক্ষেপ করছে? নয়া নির্দেশে সম্ভাব্য ত-তৃতীয় ঢেউই বা কী?”

স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর দাবি, কোভিড পরিকাঠামো নির্মাণে সম্প্রতি একটা টাকা পাওয়া গিয়েছে। সরকারি পদ্ধতি মেনে তা মঞ্জুর করার বিষয়টি সময়সাপেক্ষ। তৃতীয় ঢেউয়ের জন্য বলা হলেও পরিকাঠামো যা গড়া হচ্ছে, তাতে আগামী দিনে রাজ্যের সাধারণ মানুষ উপকৃত হবেন। অর্থ অপচয় বা পরিকল্পনাহীন প্রস্তুতির কোনও বিষয় নেই।  কিন্তু, সত্যিই কী তাই? অন্তত স্বাস্থ্যাসাথী থেকে টিকাকরণ ও করোনায় চিকিৎসা পরিষেবা কি তাই বলছে? খামতি  তো রয়েছেই। রয়েছে ঘাটতিও। সে কথা স্বীকার করে নিয়েছেন খোদ স্বাস্থ্য অধিকর্তা। তাহলে? এর শিকড় অনেক গভীরে, বলছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।

আরও পড়ুন: Weather Updates: ভরা মাঘেও মুখভার আকাশের, সরস্বতী পুজোয় ঝাঁপিয়ে বৃষ্টির সম্ভাবনা…কী বলছে হাওয়া অফিস?

 

Next Article