
কলকাতা: বুধবার রাজপথে চাকরিহারাদের ক্ষোভের বিস্ফোরণ। ডিআই অফিসে ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। উঠল চাকরিহারাদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ। কিন্তু পুলিশি লাঠিচার্জ নিয়ে কী বললেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। সিপি-র বক্তব্য, “পুলিশের উপর প্রথম চড়াও হয়েছে। চার জন পুলিশ কর্মী জখম হয়েছেন। দু’জন মহিলা পুলিশ কর্মীও জখম হয়েছেন। আমাদের কাছে সেইসব ভিডিয়ো ফুটেজ রয়েছে।” লাঠিচার্জ প্রসঙ্গে সিপি-র বক্তব্য, “পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে।”
বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস অভিযান কর্মসূচি নিয়েছিলেন চাকরিহারারা। জেলাতেও প্রায় সর্বত্র অশান্তি হয়েছে। কিন্তু সব কিছুকে যেন ছাপিয়ে গিয়েছে কলকাতার কসবা ডিআই অফিস চত্বর। মিছিল করে ডিআই অফিসের দিকে এগোচ্ছিলেন চাকরিহারারা। বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। আর তার পরেই বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ! অচৈতন্য হয়ে পড়েন চাকরিহারা। কয়েকজন চাকরিহারা লাঠির আঘাতে গুরুতর আহত হন। পায়ে, পিঠে গভীর ক্ষত। স্ংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। চাকরিহারারা প্রশ্ন করেন, “আজ তো তাঁদের স্কুলে থাকার কথা, হাতে পেন থাকার কথা, আজ রাস্তায় তাঁরা পুলিশের লাঠির ঘা খাচ্ছেন!”
সিপি-র এহেন বক্তব্যের পর চাকরিহারাদের কী প্রতিক্রিয়া? এক চাকরিহারা বলেন, “এসি রুমে বসে বসে অনেক কথাই বলা যায়। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রি প্ল্যানড এটা। আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল। ওরা আমরা এসে পৌঁছানোর আগেই মারা শুরু করল। এমনভাবে মারল, লাঠিটাই ভেঙে গেল। তারপরও লাথি-চড়-ঘুষি দিতে থাকে।”