
কলকাতা: তীব্র গরম। শুধু গরম নয়, সঙ্গে ভ্যাপসা গরম। নুন-চিনির জল নিয়েই তাই ব্রিগেডমুখী বাম-কর্মী সমর্থকরা। তবে এই গরমে কী খাওয়া-দাওয়া হচ্ছে সেখানে? কর্মীদের জন্য কী বন্দ্যোবস্ত করেছেন বামেরা?
বামেদের এই ব্রিগেডের সঙ্গে জড়িয়ে থাকে অনেক ‘নস্টালজিয়া’। একটা সময় গ্রাম থেকে যখন মানুষ আসতেন তাঁরা নিজেদের সঙ্গে রুটি নিয়ে আসতেন। কেউ বা সঙ্গে আনতেন মুড়ি। এবার দেখা গেল ব্রিগেডে রয়েছে ডিম-ভাত। দুপুরে তা খেয়েই পেট ভরাচ্ছেন সেখানে আসা মানুষজন। কারণ আর কিছুক্ষণ, তারপরই শুরু হবে বাম নেতা-নেত্রীর বক্তৃতা। বাঁকুড়া থেকে আগত এক বাম কর্মী বলেন, “অনেক সকালে এসেছি। খিদে পেয়েছে। ডিম ভাত খেলাম।”
উল্লেখ্য, তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে ডিম-ভাতের মেনু কিন্তু বড্ড চেনা। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ডিম। এই মেনু বরাবরই থাকে। কারণ, দূর-দূরান্ত থেকে মানুষজন আসেন। দুপুরে পেট ভরবে, অথচ পুষ্টিকর খাবারের মধ্যে ডিমের যে বিকল্প নেই তা বলার অপেক্ষা রাখে না। তাই দূরের জেলা থেকে যে সকল কর্মী-সমর্থকরা আসেন কলকাতায় তাঁদের পছন্দের তালিকায় ডিম-ভাত থাকে। এবার সিপিএম-এর ব্রিগেডেও দেখা গেল সেই একই ছবি।