
কলকাতা: শুরু হয়ে গিয়েছে এসআইআর। তরজা, চর্চা সবই চলছে পুরোদমে। কোমর বেঁধে মাঠে নেমেছে কমিশন। মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলিও। চলছে বিএলওদের ট্রেনিংও। তৎপর বিএলএ-রাও। সূত্রের খবর, মূল দলগুলিরর মধ্যে ৩০ অক্টোবর পর্যন্ত সিপিএম ৬ হাজার ১৭৫ জনের নাম জমা দিয়েছে। এরইমধ্যে সেই বামেরাই শুরু করে দিয়েছে নতুন উদ্যোগ। এর আগে রাহুল গান্ধীর উদ্যোগে বিহার দেখেছে ভোটার অধিকার যাত্রা। এবার গোটা বাংলাতেই ভোটার অধিকার রক্ষা অভিযান শুরু করল সিপিআইএম। খোলা হয়েছে ভোটার অধিকার রক্ষা কেন্দ্র। ঝুলছে পোস্টার। আর তাতেই এসআইআরকে মাথা করে তৃণমূল-বিজেপিকে দেওয়া হয়েছে রাজনৈতিক খোঁচাও। প্রশ্ন তোলা হয়েছে দুই দলের রাজনৈতিক অভিসন্ধি নিয়েও।
সিপিএম নেতারা বলছেন, SIR নিয়ে ভোটারদের সহযোগিতা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ২০০২ এর তালিকায় নাম আছে কি না তা জানাচ্ছে সিপিআইএম। নাম না থাকলে কী কী নথি রেডি রাখতে হবে তাও বলে দেওয়া হচ্ছে। এক মাস ধরে চলবে ক্যাম্প। তবে এদিন বেশ কিছু মানুষের আনাগোনা দেখা গেল ক্যাম্পে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “ভোটার লিস্টে সংশোধন বরাবরই হয়। কিন্তু এখানে একটু বাড়াবাড়ি করে মানুষকে বিপদে ফেলছে। সে কারণেই মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে ২০০২ আর ২০২৫ সালের ভোটার লিস্ট নিয়ে বসেছি। কার নাম নেই, কার নাম আছে, কী অসুবিধা সবটাই দেখা হচ্ছে। কীভাবে সমস্যার মোকাবিলা হবে সেই উদ্দেশ্যেই বসানো হয়েছে ক্যাম্প। একমাস ধরে আমরা এই ক্যাম্প চালাব।”